কোকরাঝাড়ঃ কোকরাঝাড়ের পুলিশ সুপার(এসপি)রাজেন সিং-এর হাতে এগজিকিউটিভ ম্যাজিস্ট্ৰেট শৈলেন দাস নিগৃহীত হওয়ার অভি্যোগ উঠেছে। সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সোশিয়েল মিডিয়ায় ভাইরেল হওয়ার পরই ঘটনাটি প্ৰকাশ্যে আসে। ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর মাঝরাতে কোকরাঝাড়ের একটি বিলাসী হোটেলের ভিতর।
আরটিআই কর্মী দুলাল বরা গত ২০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্ৰবার এই ঘটনার দৃশ্য প্ৰকাশ করার পরই পুরো ঘটনাটি প্ৰকাশ্যে আসে। দুলাল বরা ঘটনা সংক্ৰান্তে কোকরাঝাড়ের পুলিশ সুপারের বিরুদ্ধে শনিবার অসম পুলিশের ফৌজদারি তদন্ত বিভাগে(সিআইডি)একটি মামলা রুজু করেছেন।
সেদিনের পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়,যা বসানো ছিল কোকরাঝাড়ের ওই হোটেলের ভিতর। ঘটনার পুরো ছবি এখন সোসিয়েল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে।
উল্লেখ্য,আরটিআই কর্মী এক প্ৰেস বিবৃতিতে আরও অভি্যোগ করেছেন যে পুলিশ সুপার রাজেন সিং এবং জেলার এগজিকিউটিভ ম্যাজিস্ট্ৰেট শৈলেন দাস কোকরাঝাড়ের একটি হোটেলে গিয়েছিলেন রাতের খাবার খেতে। ওই সময় শৈলেন দাস তাঁর সঙ্গে একটি গান গাওয়ার জন্য সিংকে প্ৰস্তাব দেন। কিন্তু পুলিশ সুপার সিং সেই প্ৰস্তাব খারিজ করে দেন। এরপরই উভয়ের মধ্যে তর্ক যুদ্ধ চরম উঠে এবং শেষ পর্যন্ত হাতাহাতি অবধি গড়ায়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ স্মার্ট সিটি প্ৰকল্প রূপায়ণ নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্ৰী
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch CCTV Video | SP Rajen Singh allegedly assaulted Magistrate in Kokrajhar | The Sentinel News