কাগজ কল নিয়ে শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ও সচিবকে নোটিশ ইস্যুর নির্দেশ এএইচআরসি-র

কাগজ কল নিয়ে শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ও সচিবকে নোটিশ ইস্যুর নির্দেশ এএইচআরসি-র
Published on

গুয়াহাটিঃ অসমের দুটো কাগজ কল নিয়ে অসম মানবাধিকার কমিশন(এএইচআরসি)শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ও সচিবের উদেশে নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছে। নগাঁওয়ের জাগিরোড ও কাছাড় জেলার পাঁচগ্ৰামের দুটো কাগজ কলে উৎপাদন বন্ধ করা সম্পর্কে নালিশ জানিয়ে যে পিটিশন দাখিল করা হয়েছিল সে ব্যাপারে শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ও সচিবের কাছ থেকে জবাব চেয়ে অসম মানবাধিকার কমিশন(এএইচআরসি)তাকে নোটিশ ইস্যু করার নির্দেশ দেয়।

সেভ ইন্ডাস্ট্ৰি সেভ ওয়ার্কার্স জয়েন্ট স্ট্ৰাগল কমিটি ওই অভি্যোগ পিটিশনটি দাখিল করেছিল। এএইচআরসি-র একক বেঞ্চের সদস্য এনকে বরা শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ও সচিবকে ওই নোটিশ ইস্যু করার নির্দেশ দেন।

পিটিশনে উল্লেখ করা হয়েছে যে নগাঁওয়ের জাগিরোড কাগজ কল এবং কাছাড়ের পাঁচগ্ৰাম কাগজ কলে উৎপাদন বন্ধ হয় ২০১৭ সালের ৩ মার্চ থেকে। কিন্তু ওই সময়ে দুটো কাগজ কল লাভেই চলছিল। কল দুটোর উৎপাদন বন্ধ হওয়ায় এর কর্মচারীরা ২০১৭-র মার্চ থেকে তাদের প্ৰাপ্য বেতন ও অন্যান্য সু্যোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

এরই পরিণতিতে কাগজ কলের ৩ জন কর্মী আত্মহত্যা করেন এবং ৫৩ জন মারা যান উপযুক্ত চিকিৎসার অভাবে। রঙিয়ার আসাম কো-অপারেটিভ পলিস্টার লিমিটেড ২০১৬-র ডিসেম্বর থেকে অকেজো পড়ে আছে এবং তখন থেকেই এই প্ৰতিষ্ঠানের কর্মীরা তাদের বকেয়া প্ৰাপ্য ও বেতন ইত্যাদি পাননি। পলিস্টার উদ্যোগের একজন কর্মী আত্মহত্যা করেছেন এবং অন্যান্য পাঁচজনের মৃত্যু হয়েছে টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে না পারায়। এই নোটিশ পাওয়ার এক মাসের মধ্যেই শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ও সচিবকে সাড়া দিতে বলা হয়েছে নির্দেশে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: An aerial view of the Dibrugarh Protest "Janataar Gorjon" programme, Watch Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com