নয়াদিল্লিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)মঙ্গলবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহকে সাফ জানিয়ে দিয়েছে,অসম নাগরিকত্ব(সংশোধনী)বিল(ক্যাব)মেনে নেবে না। ‘আমরা স্বরাষ্ট্ৰমন্ত্ৰীকে বলেছি অসম কিছুতেই ক্যাব মেনে নেবে না,যেহেতু এটা অসম চুক্তির মূল বৈশিষ্ট্যকেই লঙ্ঘন করছে’-নয়াদিল্লিতে মঙ্গলবার রাতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহর সঙ্গে বৈঠক সেরে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য একথা বলেন।
দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় ভট্টাচার্য অভি্যোগ করেন,গত বিধানসভা নির্বাচনে দেওয়া প্ৰতিশ্ৰুতি বিজেপি সরকার লঙ্ঘন করছে। ‘বিগত বিধানসভা নির্বাচনের প্ৰাক্কালে বিজেপি যে ভিশন ডকুমেন্ট প্ৰস্তুত করেছিল তাতে দল বলেছিল তারা অসম চুক্তির সমস্ত শর্ত রূপায়ণ করবে। কিন্তু এখন তারা অসম চুক্তি নিয়ে কোনও রাও করেনি। তারা চাইছে যেনতেন প্ৰকারে ক্যাব পাশ করিয়ে নিতে’-বলেন ভট্টাচার্য।
‘সরকার সংসদের চলতি শীতকালীন অধিবেশনে ক্যাব আনার যে তোড়জোড় চালাচ্ছে তার বিরোধিতায় আসু আন্দোলন আরও তীব্ৰতর করে তুলবে’-জানান তিনি।
আসু নেতা আরও বলেন,‘আমরা তাঁকে বলেছি,অসম চুক্তির ৬নং শর্ত কেন্দ্ৰকে রূপায়ণ করতেই হবে। এই ইস্যুতে আমরা কোনও আপস রফা করবো না’।
তিনি আরও উল্লেখ করেন,‘স্বরাষ্ট্ৰমন্ত্ৰী বলেছেন ক্যাব সবদিক থেকে ভাল। কিন্তু জবাবে আমরা বলেছি এটা অত্যন্ত খারাপ। বলেছি,অসম ও উত্তর পুবের খিলঞ্জিয়া মানুষের জন্য এটা মোটেই ভালো কিছু নয়’।
স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহর ডাকে অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শুরু হওয়ার কয়েক মিনিট আগে কিছু অজ্ঞাত লোক নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিবাদে মুখ্যমন্ত্ৰী সোনোয়ালকে কালো পতাকা দেখায়। সূত্ৰটি বলেছে,যারা মুখ্যমন্ত্ৰীকে কালো পতাকা দেখিয়েছে তারা কৃষক জনমুক্তি মোর্চার কর্মী।
স্বরাষ্ট্ৰমন্ত্ৰী ক্যাব নিয়ে আলোচনার জন্য অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(এজেওয়াইসিপি)এবং নাগা স্টুডেন্টস ফেডারশনকেও বৈঠকে ডেকেছেন। ক্যাব ইস্যুতে অন্যান্য দাবিদারদেরও বৈঠকে ডাকা হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি রূপায়ণ করে অনুপ্ৰবেশকারীদের বহিষ্কার করবোঃ অমিত শাহ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Microphones playing bird sound recovered from Laokhowa Wildlife Sanctuary