ক্যাব বিরোধী আন্দোলন জোরদার করে তুলছে এজেওয়াইসিপি,মশাল মিছিল আসুর

ক্যাব বিরোধী আন্দোলন জোরদার করে তুলছে এজেওয়াইসিপি,মশাল মিছিল আসুর
Published on

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)পাসে কেন্দ্ৰের তোড়জোড়ের বিরুদ্ধে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(এজেওয়াইসিপি)রবিবার তাদের আন্দোলন আরও জোরদার করে তোলার কথা ঘোষণা করেছে। এদিকে সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এবং ৩০টি জাতীয় সংগঠন প্ৰস্তাবিত আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করে।

এজেওয়াইসিপি(অজা্যুছাপ)ক্যাব বিরোধী অবস্থান গ্ৰহণ না করায় শাসক দলের সাংসদ ও মন্ত্ৰীদের কুশপুতুল দাহ করবে সোমবার। এদিকে ক্যাবের বিরুদ্ধে চুটিয়া ছাত্ৰ সংস্থার ৯ ডিসেম্বরে ডাকা অসম বনধ এবং উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠনের(নেসো)১০ ডিসেম্বর আহূত উত্তর পূর্ব বনধের প্ৰতি পরিষদ পূর্ণ সমর্থন জানিয়েছে।

অজাযুছাপ প্ৰশাসনের কাজকর্ম সম্পূর্ণ পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে ১২ ডিসেম্বর ‘দিশপুর চলো’ মিছিল বের করবে। ক্যাবের ‘গোপন বিপদ’ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করে তুলতে অজা্যুছাপের কর্মী ও সদস্যরা ১৩ ডিসেম্বর রাজ্যের গ্ৰামে গ্ৰামে যাবে। ‘আমরা ক্যাব বিরোধী বর্তমান আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছি। রাজ্যের বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ ক্যাবের বিরুদ্ধে রাজ্য জুড়ে সোচ্চার প্ৰতিবাদ জানানো সত্ত্বেও কেন্দ্ৰ ও রাজ্য সরকার কোনও গুরুত্ব না দেওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক’।

প্ৰস্তাবিত ওই আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে রাজ্যের হাজার হাজার মানুষ প্ৰতিদিন পথে নেমে প্ৰতিবাদ জানাচ্ছেন। এই ইস্যুটি রাজ্যের ভূমিপুত্ৰ মানুষের অস্তিত্বের ক্ষেত্ৰে রীতিমতো হুমকির সৃষ্টি করেছে। জনপ্ৰতিনিধিরা রাজনৈতিক উচ্চাকাঙ্খার জন্য এই বিষয়টি এড়িয়ে যেতে পারেন না’-অজাযুছাপের সাধারণ সম্পাদক পলাশ চাংমাই একথা বলেন।

অন্যদিকে,আসু এবং ৩০টি জাতীয় সংগঠন রবিবার ক্যাবের বিরুদ্ধে রাজ্যজুড়ে মশাল মিছিল বের করে। গুয়াহাটিতে আসুর শীর্ষ নেতারা এবং জাতীয় সংগঠনগুলি উজান বাজারের শহিদন্যাস ভবন থেকে বের করা মশাল মিছিলে অংশ নেয়। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের কনভয় ওই সময় শহিদন্যাস ভবনের সামনে দিয়ে যাচ্ছিল। প্ৰতিবাদকারীরা তখন তাঁকে কালো পতাকা দেখায়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam is heating up, Lakhs of People take to street to protest against CAB on Saturday, Watch Here

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com