তেজপুরঃ পূর্ত বিভাগের(পিডব্লিউডি)তেজপুর ইলেকট্ৰিক্যাল ডিভিশনের একজন ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্ৰেপ্তার করেছে দুর্নীতি বিরোধী ব্যুরো(এসিবি)। শুক্ৰবার এখানে একজন কনট্ৰ্যাক্টরের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় অ্যান্টি করাপশন ব্যুরো তাকে গ্ৰেপ্তার করে। ধৃত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারের নাম নারায়ণ চন্দ্ৰ দে। শোণিতপুর জেলার রাবার বাগান পূর্ত কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। শুক্ৰবার নিজের কার্যালয়ে রমেন পাটোয়ারি নামের একজন ঠিকাদারের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেবার সময় তিনি ধরা পড়েন।
সূত্ৰটি জানিয়েছে,পূর্ত বিভাগের এই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ওই ঠিকাদারের করা বৈদ্যুতিক সম্পর্কিত কিছু কাজের বিল অনুমোদনের জন্য পাটোয়ারির কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। কিন্তু ঠিকাদারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এসিবি কর্মীরা ফাঁদ পাতে এবং শেষ পর্যন্ত ওই ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার জন্য হাতেনাতে পাকড়াও করে।
দুর্নীতি বিরোধী ব্যুরোর কর্মীরা অভিযুক্তের হেফাজতে থেকে ঘুষ নেওয়ার পুরো টাকা বাজেয়াপ্ত করেছেন। অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে পরে গুয়াহাটিতে বিশেষ আদালতে হাজির করানো হয়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজনীতির জন্য ড.এসপি মুখার্জি পুরস্কারে সম্মানিত মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Mass protest against CAA to begin in Assam after board exams: AASU