এপিএসসি কেলেংকারির বিচার প্ৰক্ৰিয়া শুরু,অভিযুক্তরা পাচ্ছে আত্মপক্ষ সমর্থনের সু্যোগ

এপিএসসি কেলেংকারির বিচার প্ৰক্ৰিয়া শুরু,অভিযুক্তরা পাচ্ছে আত্মপক্ষ সমর্থনের সু্যোগ
Published on

গুয়াহাটিঃ টাকা দিয়ে চাকরি কেনার এপিএসসি(আসাম পাবলিক সার্ভিস কমিশন)কেলেংকারির বিচার প্ৰক্ৰিয়া শুরু হলো গুয়াহাটির বিশেষ আদালতে। এব্যাপারে এই মামলায় যে সব নথিপথের ভিত্তিতে তদন্ত চালানো হয়েছে তার কপি সহ কোর্ট প্ৰত্যেক অভিযুক্তকে আদালতে উপস্থাপন করবে। অভিযুক্তদের প্ৰত্যেকে আদালতে উপস্থিত হবার সময় যাতে আত্মপক্ষ সমর্থনের সু্যোগ পান দেখা হবে সেই বিষয়টিও। কপিগুলি এ মাসের মধ্যেই অভিযুক্তদের হস্তান্তর করা হবে। এই পর্যায়ের পর চার্জ গঠন করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।

বর্তমানে,তদন্তকারী অফিসার(আইও)তথ্যপতি প্ৰস্তুতির ক্ষেত্ৰে আদালতকে সাহা্য্য করছেন। মামলা সম্পর্কিত প্ৰত্যেক কপিতে আনুমানিক এক হাজারের বেশি পৃষ্ঠা সংযোজিত রয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহল সূত্ৰে জানা গেছে।

এদিকে,পুলিশ এই মামলায় ইতিমধ্যেই এসিএস(আসাম সিভিল সার্ভিস),এপিএস(আসাম পুলিশ সার্ভিস)এবং এর সঙ্গে সম্বন্ধযুক্ত সেবাসমূহ সহ মোট ৭০ জনেরও বেশি ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে। এপিএসসির তদানীন্তন চেয়ারম্যান(বর্তমানে বরখাস্ত)রাকেশ কুমার পালও রয়েছেন এদের মধ্যে। কোর্টের নথিপথের কপি এখন এই ৭০ জন ব্যক্তিকেই দেওয়া হবে।

আরও চারজন অভিযুক্ত বর্তমানে ফেরার। এদিকে রাকেশ পাল তিন বছরের বেশি সময় ধরে বিচার বিভাগীয় হেফাজতে গুয়াহাটি কারাগারে বন্দি রয়েছেন। ডিব্ৰুগড় পুলিশ এই মামলায় ২০১৬ সালের নভেম্বরে রাকেশ পালকে গ্ৰেপ্তার করেছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Govt all set to push for the contentious Citizenship Bill in the winter session of Parliament

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com