নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিলিপি ছিড়ে প্ৰতিবাদ আসাদুদ্দিন ওয়েইসির

নাগরিকত্ব সংশোধনী বিলের প্ৰতিলিপি ছিড়ে প্ৰতিবাদ আসাদুদ্দিন ওয়েইসির
Published on

নয়াদিল্লিঃ নাগরিকত্ব সংশোধনী বিলের(ক্যাব)প্ৰতিলিপি ছিড়ে সংসদে প্ৰতিবাদ জানালেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দন ওয়েইসি। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিরোধীদের তীব্ৰ প্ৰতিবাদের মধ্যেই লোকসভায় গৃহীত হলো বিলটি। এই বিলটি আইনে পরিণত হলে নাগরিকদের মধ্যে বিভাজনের সৃষ্টি হবে বলে অভি্যোগ উত্থাপন করেছে বিরোধীরা।

সমগ্ৰ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংসদেও চলছে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্ৰতিবাদ। হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি লোকসভায় বিলের বিরোধিতা করে বলেন,এটা দেশ বিভাজনেরই প্ৰয়াস। তাঁর মতে,এই আইন সংবিধান বিরোধী। মুসলমানদের রাষ্ট্ৰহীন করার লক্ষ্যে এই বিল আনা হয়েছে বলে অভিযোগ করেন ওয়েইসি। এই বিল দেশের সর্বনাশ ডেকে আনবে বলে উল্লেখ করেন তিনি। ওয়েইসি আরও অভিযোগ করেন এটা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্ৰ। বিলের বিরোধিতা করে ওয়েইসি বিলের প্ৰতিলিপি ছিড়ে ফেলেন।

এনসিপি-র সাংসদ সুপ্ৰিয়া সুলে বিলের বিরোধিতা করে বলেন,এই বিল নিয়ে আলোচনার কোনও প্ৰয়োজন নেই। তিনি এই বিল বাতিল করার আর্জি জানান।

অন্যদিকে,বিলটির প্ৰতি সমর্থন জানান সংযুক্ত জনতা দলের সাংসদ রাজীব রঞ্জন। ধর্মীয় নির্যাতনের শিকার হওয়া পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টিকে একটা ভাল পদক্ষেপ বলে বর্ণনা করেন রাজীব রঞ্জন। অন্ধ্ৰপ্ৰদেশের শাসনাধিষ্ট ওয়াইএসআর কংগ্ৰেসের সাংসদ মিথুন রেড্ডি এই বিলের প্ৰতি সম্মান জানিয়ে বলেন,এই বিল বহু মানুষের যন্ত্ৰণা লাঘব করবে। লক্ষ্যণীয় সিপিএম-এর দুজন সাংসদ নাগরিকত্ব বিলের বিরোধিতা করলেও মেঘালয়,নাগাল্যান্ড,মণিপুর এবং মিজোরামের সাংসদরা এই বিলকে সমর্থন জানিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে হওয়া বিতর্কে অংশগ্ৰহণ করে সাংসদ গৌরব গগৈ বলেন,অসমে হওয়া এনআরসির বিফলতা চাপা দেওয়ার জন্যই বিজেপি-র এই ষড়যন্ত্ৰ। তিনি আরও বলেন,কেন্দ্ৰ জোর করে নাগরিকত্ব সংশোধনী বিল চেপে দিতে চাইলেও সেটা উত্তর পূর্বাঞ্চল গ্ৰহণ করবে না। বিজেপি অসমের সাম্প্ৰদায়িক সম্প্ৰীতির বন্ধন নষ্ট করতে চাইছে বলে মন্তব্য করেন গৌরব গগৈ।

অবশেষে লোকসভায় বিলটি নিয়ে ভোটাভুটিতে বিলের পক্ষে ৩১১টি এবং বিপক্ষে ৮০টি ভোট পড়ে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU hangs effigies of State Ministers in Kokrajhar against CAB

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com