জেহাদিদের যোগাযোগের তথ্য ফাঁসে উঠেপড়ে লেগেছে পুলিশ

জেহাদিদের যোগাযোগের তথ্য ফাঁসে উঠেপড়ে লেগেছে পুলিশ
Published on

গুয়াহাটিঃ রাজ্যে সন্দেহভাজন তিন জেহাদিকে রবিবার গ্ৰেপ্তার করার পরিপ্ৰেক্ষিতে অসম পুলিশ এদের পুরো নেটওয়র্ক সম্পূর্ণ ফাঁস করার জন্য দৃষ্টি নিবদ্ধ করেছে। কেন্দ্ৰীয় এজেন্সি,দিল্লি পুলিশ এবং অসম পুলিশ রবিবার নিম্ন অসমের গোয়ালপাড়া জেলা থেকে ধৃত তিন সন্দেহভাজন সন্ত্ৰাসীকে জোরদার জেরা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার এখানে অসম পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল(আইনশৃঙ্খলা)মুকেশ আগরওয়াল সাংবাদিকদের বলেন,‘দিল্লি পুলিশ এবং কেন্দ্ৰীয় সংস্থার কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতেই এই তিন সন্দেহভাজন সন্ত্ৰাসীকে গ্ৰেপ্তার করা হয়। ধৃত তিনজনকেই আদালতে তোলা হয়েছে। এদের ১২ দিন পুলিশ হেফাজতে রাখা হবে’।

তিনি বলেন,জেরার সময় ‘সন্দেহভাজন সন্ত্ৰাসীরা স্বীকার করেছে কাচা মাল সংগ্ৰহ করে ইমপ্ৰোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি)প্ৰস্তুতির কাজ সেরে নিয়েছিল তারা। ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার পরই এই আইইডি কতটা শক্তিশালী তা বোঝা যাবে। তারা আরও বলেছে,মেলাগুলোতে বিস্ফোরণ ঘটানোই তাদের লক্ষ্য ছিল’।

আন্তর্জাতিক জেহাদি সংগঠন আইএসআইএস অথবা বাংলাদেশের জেএমবি(জামাত-উল-মুজাহিদিন)-এর মতো সংগঠনের সঙ্গে এই তিন যুবকের কোনও সংযোগ থাকার সম্ভাবনা রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হলে এডিজিপি আগরওয়াল বলেন,‘ধৃতদের একজন আধার কেন্দ্ৰে কাজ করছে,একজন গাড়ির চালক এবং তৃতীয় ব্যক্তিটির মাছের ব্যবসা রয়েছে। কেন এরা এই বিকল্প পথ বেছে নিল আমরা তা জানার চেষ্টা করছি। আমাদের তদন্তকারী দল লাগাতার কাজ করছে। এদের নাশকতামূলক কাজে কারা উস্কেছে এবং কারাই বা সমর্থন করছে কিংবা এর পিছনে কাদের হাত রয়েছে আমরা সেই সমস্ত উৎস খোঁজারও চেষ্টা করছি’-বলেন আগরওয়াল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One arrested in mysterious murder case of 14 year old girl in Lumding

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com