রাজ্যে উপনির্বাচনে ৩টি আসন দখলে রেখেছে বিজেপি,এআইইউডিএফ জয়ী ১টিতে

রাজ্যে উপনির্বাচনে ৩টি আসন দখলে রেখেছে বিজেপি,এআইইউডিএফ জয়ী ১টিতে
Published on

গুয়াহাটিঃ অসম বিধানসভার চারটি আসনের উপনির্বাচনে বিজেপি তিনটি আসন দখলে রেখেছে। এআইইউডিএফ একটি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্ৰেসের কাছ থেকে। উপ নির্বাচনে প্ৰধান বিরোধী দল কংগ্ৰেসের ফলাফল খুবই হতাশাজনক। তারা একটি আসনও দখল করতে পারেনি।

ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)ঘোষিত ফলাফল অনু্যায়ী বিজেপি প্ৰার্থী বিজয় মালাকার করিমগঞ্জের রাতাবাড়ি কেন্দ্ৰে তাঁর নিকটতম কংগ্ৰেস প্ৰার্থী কেশব প্ৰসাদ রজককে ২৪,০০১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। রাতাবাড়ি কেন্দ্ৰে নির্বাচনী লড়াইয়ে ছিলেন মোট ৪ জন প্ৰার্থী। নির্বাচিত বিজেপি প্ৰার্থী বিজয় মালাকার ৬৮,৪৫৫টি ভোট পেয়েছেন। তাঁর প্ৰাপ্ত ভোটের হার হচ্ছে ৫৯.১৫ শতাংশ। এই কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী কেশব প্ৰসাদ রজক ভোট পেয়েছেন ৪৪,৪৫৪ টি। তাঁর প্ৰাপ্ত ভোটের হার ৩৮.৪১ শতাংশ।

রাঙাপাড়া কেন্দ্ৰটি ধরে রেখেছেন বিজেপি প্ৰার্থী রাজেন বরঠাকুর। তিনি হারিয়েছেন তাঁর নিকটতম কংগ্ৰেস প্ৰতিদ্বন্দ্বী কার্তিক কুর্মিকে ৪৯,৫৯৯ ভোটের ব্যবধানে। রাঙাপাড়া কেন্দ্ৰের উপ নির্বাচনে লড়াইয়ের ময়দানে ছিলেন মোট পাঁচ জন প্ৰার্থী। এই কেন্দ্ৰে বিজেপি প্ৰার্থী রাজেন বরঠাকুর ৭৮,৩০১ টি ভোট পেয়েছে। তাঁর প্ৰাপ্ত ভোটের হার ৬৬.৩২ শতাংশ। কংগ্ৰেস প্ৰার্থী কার্তিক কুর্মি পেয়েছেন ২৮,৭০২ টি ভোট। তাঁর শতাংশের হার ২৪.৩১।

সোনারি কেন্দ্ৰেও শাসক দল বিজেপি জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই কেন্দ্ৰে বিজেপির নবনীতা সন্দিকৈ তাঁর নিকটতম কংগ্ৰেস প্ৰার্থী সুশীল কুমার সুরিকে পরাস্ত করেছেন ১৫,৪৩০ ভোটের ব্যবধানে। সোনারি কেন্দ্ৰে বিজেপি ও কংগ্ৰেসের মধ্যে সরাসরি লড়াই হয়েছে। বিজেপি-র নবনীতা সাকুল্যে ভোট পেয়েছেন ৬৬,৬৯৮টি,তাঁর পাওয়া ভোটের শতাংশ ৫৪.৫৮। কংগ্ৰেসের সুশীল কুমার সুরির ভাগ্যে জুটেছে ৫১,২৬৮ টি ভোট। তিনি ভোট পেয়েছেন ৪১.৯৫ শতাংশ।

জনিয়া কেন্দ্ৰটি এআইইউডিএফ-এর দখলে গেছে। এই কেন্দ্ৰে এআইইউডিএফ প্ৰার্থী রফিকুল ইসলাম কংগ্ৰেসের সামসুল হককে ৩৫,১৪১ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

জনিয়া কেন্দ্ৰে নির্বাচনী ময়দানে সর্বাধিক ৯ জন প্ৰার্থী ছিলেন। এআইইউডিএফ-এর রফিকুল ইসলাম ৮১,৭৮০ টি ভোট পেয়েছেন। তাঁর প্ৰাপ্ত ভোটের হার ৫৪.৩৫ শতাংশ। কংগ্ৰেসের সামসুল হক পেয়েছেন ৪৬,৬৩৯ টি ভোট। তাঁর ,ভোটের হার ৩০.৯৯ শতাংশ। বিজেপির তৌফিক রহমান পেয়েছেন ১৫,৩৬০ টি ভোট। তাঁর প্ৰাপ্ত ভোটের হার ১০.২১ শতাংশ। অশেষ চেষ্টা করেও বিজেপির কাছে অধরা থেকে গেল জনিয়া বিধানসভা কেন্দ্ৰটি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Special Branch for Home Guards inaugurated in South Salmara-Mankachar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com