নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন,এনআরসি ছুটদের অভয় হিমন্তের

নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন,এনআরসি ছুটদের অভয় হিমন্তের
Published on

গুয়াহাটিঃ রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা একটা বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সদ্য প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)প্ৰতি বিজেপির আস্থা নেই এবং সেইহেতু দল এটা প্ৰত্যাখ্যান করছে। দল সুপ্ৰিম কোর্টকেও একথা বলতে যাচ্ছে। শর্মা একই সঙ্গে বলেন,নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)সদ্য প্ৰকাশিত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিকে(এনআরসি)পিছনে ফেলতে চলেছে। ক্যাব এনআরসি-র আগে আসা উচিত ছিল।

সোমবার করিমগঞ্জে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন মন্ত্ৰী শর্মা। তিনি বলেন,সদ্য প্ৰকাশিত চূড়ান্ত এনআরসিতে যেখানে স্থানীয় ভূমিপুত্ৰ ও প্ৰকৃত ভারতীয়দের নাম আসেনি সেটা কি করে রাষ্ট্ৰীয় দলিল হতে পার? তাই নাগরিকত্ব সংশোধনী বিল যা এনআরসির আগে আসা উচিত। তবে এরজন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন এবং নজর রাখুন-বলেন হিমন্ত। তিনি বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত দাবিদারদের আস্থায় নিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)পাস করানোর চেষ্টা করছেন।

সংবিধানের ষষ্ঠ তফশিলি,ইনারলাইন পারমিট এবং ৩৭১ ধারায় কোনওরকম আঘাত না হেনে যদি ক্যাব পাস করানো হয় তাহলে উত্তর পূর্বাঞ্চলের কেউই কোনওরকম আপত্তি তুলবে না-বলেন শর্মা।

রাজ্যের প্ৰভাবশালী মন্ত্ৰী তথা নেডার আহ্বায়ক শর্মা এনআরসি ছুটদের অভয় দিয়ে বলেন,উদ্বেগ,আশঙ্কার কোনও কারণ নেই। কারণ নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)আসছে নভেম্বরেই সংসদে পাস হতে চলেছে। ‘তাই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। এনআরসিতে নাম ওঠার পর যারা ফূর্তি

করেছেন তাদের উদ্দেশে আমি এটা বলতে চাই যে ছবি এখনও বাকি রয়েছে।

‘৩০-৩৫ বছর আগের নথিপত্ৰ কজন টিকিয়ে রাখতে পেরেছেন। জীবন নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় কারা সঙ্গে কাগজপত্ৰ নিয়ে এসেছেন? আমি মনে করি যারা ভারতে আশ্ৰয় নিয়েছেন এবং ভারতকে মা বলে মনে করেন তাদের ভারতীয় বলে পরিচয় দেওয়ার জন্য কাগজপত্ৰের কোনও প্ৰয়োজন নেই’।

এনআরসি ছুটদের অভয় ও আশ্বাস দিয়ে হিমন্ত বলেন,নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। এনআরসিতে নাম দেখতে পেয়ে যারা আনন্দ সাগরে ভেসেছেন তাদের উদ্দেশে আমি বলছি ‘পিকচার অভি বাকি হ্যায়,’ পিকচার এখনও শেষ হয়ে যায়নি-বলেন শর্মা।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: World Tourism Day to be observed in Guwahati on September 27 | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com