গুয়াহাটিঃ ‘দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উন্নয়ন কেন্দ্ৰীয় সরকারের কাছে সবচেয়ে অগ্ৰাধিকারের বিষয়। একই সঙ্গে এই রাজ্যগুলির আর্থিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিদ্যুৎ ক্ষেত্ৰের আগাম বিকাশ অত্যন্ত প্ৰয়োজন’। কেন্দ্ৰীয় বিদ্যুৎ এবং নতুন ও রিনিউয়েবল এনার্জি এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী আরকে সিং কথাগুলি বলেন। সিং মঙ্গলবার গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যসচিব ও বিদ্যুৎ বিভাগের প্ৰধান সচিবদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখছিলেন। বিদ্যুৎ মন্ত্ৰকের বরিষ্ঠ কর্মকর্তারাও এবং ইলেকট্ৰিকসিটি ডিস্ট্ৰিবিউশন কোম্পানির(ডিআইএসসিওএমএস)প্ৰতিনিধিরাও বৈঠকে অংশ নেন। এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।
উদ্বোধনী ভাষণে মন্ত্ৰী গত ৩-৪ বছরে বিদ্যুৎ ক্ষেত্ৰে যে উন্নতি হয়েছে সেকথা স্মরণ করেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন,এই ব্যবস্থা ধরে রাখার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সপ্তাহের ৭ দিনই ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার যে প্ৰস্তাব রয়েছে তা কার্যকর করতে হলে বিদ্যুতের অপচয় বোধ করে বিতরণ কোম্পানিগুলিকে আরও সক্ৰিয় রূপ দিতে হবে। উদাহরণ তুলে ধরে তিনি বলেন,কিছু রাজ্য প্ৰচণ্ড বাণিজ্যিক লোকসানের মুখে পড়েছে। তবে তাঁরা লোকসানের পরিমাণ ১৫ শতাংশ অথবা তারও নিচে নামিয়ে আনতে পারে।
তিনি বিদ্যুৎ চুরি রুখতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে স্মার্ট এবং প্ৰিপেইড মিটার ব্যবস্থা গ্ৰহণ করার আহ্বান জানান। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বিদ্যুৎ পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকারগুলোকে কেন্দ্ৰের তরফ থেকে সব ধরনের সাহা্য্যের আশ্বাস দেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰী আরও বলেন,উত্তর পূর্বাঞ্চলের যে সব রাজ্য বিদ্যুৎ ক্ষেত্ৰে সংস্কারমূলক ব্যবস্থা নেবে তাদের জন্য কেন্দ্ৰীয় সরকারের স্কিমগুলো মঞ্জুর করা হবে।
উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য সরকারগুলোকে এক্ষেত্ৰে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই অঞ্চলে জল বিদ্যুৎ প্ৰকল্পের উন্নয়নে তিনি কেন্দ্ৰের তরফে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। এব্যাপারে সমস্ত স্টেক হোল্ডারদের ঘনিষ্ঠ সম্পর্ক রেখে জলবিদ্যুৎ প্ৰকল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। পঞ্জাব ও হিমাচল প্ৰদেশ তাদের বিদ্যুৎ প্ৰকল্পগুলোর উন্নয়নের মাধ্যমে রাজ্যগুলির সমৃদ্ধির ক্ষেত্ৰে অবদান রেখেছে। অনুরূপভাবে উত্তর পূর্বের রাজ্যগুলিও বিদ্যুৎ প্ৰকল্পগুলোর উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে রাজ্যগুলোকে দীর্ঘ মেয়াদি লাভের মুখ দেখাতে পারবে।
এই বৈঠকে মন্ত্ৰী উত্তর পূর্বে রূপায়ণ হতে চলা বিদ্যুৎ ক্ষেত্ৰের বিভিন্ন স্কিম ও প্ৰকল্পগুলো পর্যালোচনা করেন। এই সব প্ৰকল্পের মধ্যে রয়েছে ইন্টিগ্ৰেটেড পাওয়ার ডেভেলপমেন্ট স্কিম(আইপিডিএস),দীন দয়াল উপাধ্যায় গ্ৰাম জ্যোতি যোজনা,প্ৰধানমন্ত্ৰী সহজ বিজলি হরঘর যোজনা ইত্যাদি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প নিয়ে এমওএ স্বাক্ষরিত
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: House Arrested Charaideo youths in Tamil Nadu seek help from Assam Govt via Social Media