আলফার(স্বাধীন)সঙ্গে মর্যাদার সঙ্গে কেন্দ্ৰের আলোচনার উদ্যোগ নেওয়া উচিতঃ আসু

আলফার(স্বাধীন)সঙ্গে মর্যাদার সঙ্গে কেন্দ্ৰের আলোচনার উদ্যোগ নেওয়া উচিতঃ আসু

গুয়াহাটিঃ সংযুক্ত মুক্তি বাহিনী,অসম(স্বাধীন)(আলফা-আই)-এর সঙ্গে কেন্দ্ৰের মর্যাদার সঙ্গে রাজনৈতিক ও সদর্থক আলোচনায় বসা উচিত। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)এটাই চায়। রবিবার এই ইস্যু নিয়ে দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন,‘আলফা(আই)-র সঙ্গে আলোচনার প্ৰসঙ্গটি উঠেছে যদিও তবে ইস্যু ছাড়া আলোচনা বাস্তবায়িত হবে না। আলোচনার জন্যই হওয়া উচিত। মর্যাদার সঙ্গে রাজনৈতিক পর্যায়ে সদর্থক আলোচনা হওয়া উচিত। আমরা শান্তি চাই এবং সেইহেতু আলফা স্বাধীনের আলোচনা ফলপ্ৰসূ হওয়াই কাম্য। আলফা ইস্যুর সমাধানে কেন্দ্ৰের সদিচ্ছা থাকা প্ৰয়োজন’।

আলফা স্বাধীনের কমান্ডার ইন চিফ পরেশ বরুয়া সার্বভৌমত্বের ইস্যু নিয়ে কথা হলে তার সংগঠন কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে বলে সম্প্ৰতি যে বিবৃতি দিয়েছেন তার পরিপ্ৰেক্ষিতেই আসুর পক্ষ থেকে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। পরেশ বরুয়ার ওই বিবৃতির পর রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন,আগামি ৭ ফেব্ৰুয়ারি কোকরাঝাড় সফরকালে আলফার শান্তি আলোচনায় বসার আগ্ৰহের বিষয়টি রাজ্য সরকার প্ৰধানমন্ত্ৰীকে জানাবে।

উল্লেখ্য,সম্প্ৰতি বোড়ো ইসু নিয়ে নয়াদিল্লিতে ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ডের(এনডিএফবি)সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পৃথক বোড়োল্যান্ডের দাবি নিয়ে বোড়ো ভূমিতে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চলছিল। ওই আন্দোলনে হিংসাশ্ৰয়ী ঘটনায় বহু লোক প্ৰাণ হারিয়েছিলেন। অবশেষে কেন্দ্ৰ-রাজ্য সরকার ও এনডিএফবি চারটি গোষ্ঠীর মধ্যে বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। অসমের অখণ্ডতা অক্ষুণ্ণ রেখেই স্বাক্ষরিত হয়েছে বোড়ো শান্তি চুক্তি। এই চুক্তি স্বাক্ষরের ফলে বোড়ো ভূমিতে স্থায়ী শান্তি ফিরে আসবে বলে বিভিন্ন মহল অভিমত প্ৰকাশ করেছেন। এনডিএফবির চারটি গোষ্ঠী চুক্তি অনু্যায়ী ইতিমধ্যেই তাদের হাতিয়ার সমর্পণ করেছে। এখন আলফার(স্বাধীন)সঙ্গেও শান্তি আলোচনার ব্যাপারে কেন্দ্ৰের তরফে সদিচ্ছা প্ৰকাশ করা হয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Woman’s body recovered from Forest Range in Digboi

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com