অসম চুক্তির ৬নং দফা রূপায়ণ নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট দাখিল মুখ্যমন্ত্ৰীকে

অসম চুক্তির ৬নং দফা রূপায়ণ নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট দাখিল মুখ্যমন্ত্ৰীকে
Published on

গুয়াহাটিঃ অসম চুক্তির ৬নং দফা রূপায়ণ নিয়ে গঠিত উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট মঙ্গলবার গুয়াহাটির খারঘুলির বাড়িতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্ৰী সোনোয়াল স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহর হয়ে রিপোর্টটি গ্ৰহণ করেন। এই ইভেন্টে সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)তিনজন সদস্য ছাড়া বিচারপতি(অবসরপ্ৰাপ্ত)বিপ্লব কুমার শর্মার নেতৃত্বাধীন উচ্চস্তরীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সোনোয়াল তাঁর মন্ত্ৰিসভার সদস্যদের উপস্থিতিতেই রিপোর্টটি গ্ৰহণ করেন। সিল কভারে মোড়া বহু প্ৰতীক্ষিত এই রিপোর্টে ১৪১ পৃষ্ঠা রয়েছে।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰক(এমএইচএ)২০১৯-এর ১৫ জুলাই ১৪ সদস্যের এই উচ্চস্তরীয় কমিটি গঠন করে দিয়েছিল,ঐতিহাসিক অসম চুক্তির ৬ নম্বর দফা রূপায়ণের জন্য। চুক্তির ৬ নম্বর শর্তে খিলঞ্জিয়া অসমিয়া মানুষের সাংবিধানিক,আইনগত এবং প্ৰশাসনিক সুরক্ষার ব্যবস্থা ছাড়াও অসমিয়াদের সাংস্কৃতিক.সামাজিক,ভাষিক অস্তিত্ব ও পরম্পরা সংরক্ষণ ও উন্নতি বিধানের বিষয়গুলো সন্নিবিষ্ট রয়েছে। ‘প্ৰত্যেকেই এটা জানেন যে অসম চুক্তির ৬নং দফা রূপায়ণে গত ৩৪ বছরে কিছুই করা হয়নি। শর্তটি রূপায়ণে সুপারিশ তুলে ধরা ১২০০টি স্মারকপত্ৰ আমরা পেয়েছি। উচ্চস্তরীয় কমিটির সদস্যরা রাজ্যের বিভিন্ন স্থানে গিয়ে এব্যাপারে আমজনতার মতামত গ্ৰহণ করেছেন। স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের দ্বারা গঠিত কমিটির নিয়ম ও শর্তাবলি অনু্যায়ী আমরা বিভিন্ন সাংবিধানিক ও সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে বিচার বিবেচনা করেছি’-রিপোর্ট দাখিল করে কথাগুলো সাংবাদিকদের বলেন উচ্চস্তরীয় কমিটির প্ৰধান বিচারপতি(অবসরপ্ৰাপ্ত)বিপ্লব কুমার শর্মা। বিচারপতি শর্মা আরও উল্লেখ করেন,স্বরাষ্ট্ৰমন্ত্ৰক তাদের বিজ্ঞপ্তিতে(কমিটির জন্য বেঁধে দেওয়া শর্তাবলিতে উল্লেখ না থাকা)যেকোনও ইস্যু অন্তর্ভুক্ত করার ক্ষমতা দিয়েছিল,যা ৬নং শর্তের সক্ৰিয় রূপায়ণে উপযুক্ত বলে বিবেচিত হবে। তিনি বলেন,কমিটি তাদের রিপোর্টে জমির অধিকার,সংস্কৃতি,চাকরির ক্ষেত্ৰে সংরক্ষাণ,বিধানসভা ও সংসদে আসন সংরক্ষণ ইত্যাদি ইস্যুতে সুপারিশ রেখেছে। আমরা ৬নং শর্তের আওতায় যে সমস্ত বিষয়গুলো পড়ে তার সবকিছু রিপোর্টে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যথেষ্ট আস্থা ও আশা নিয়ে এই রিপোর্ট দাখিল করেছি। আশা করছি এই রিপোর্ট ফলপ্ৰসূ হবে’-বলেন বিচারপতি শর্মা।

তিনি বলেন,রিপোর্ট নিয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আগে কেন্দ্ৰ বিভিন্ন সাংবিধানিক বিষয় ও সুপ্ৰিম কোর্টের রায় ইত্যাদি খতিয়ে দেখবে। ‘আমরা আন্তরিকতার সঙ্গে আশা করছি সরকার এব্যাপারে প্ৰয়োজনীয় পদক্ষেপ নেবে’-বলেন তিনি। অসমিয়ার সংজ্ঞা নির্ধারণ এবং অসমিয়া মানুষের সাংবিধানিক রক্ষাকবচের বিষয় সম্পর্কে বিচারপতি শর্মা বলেন,এই ইস্যুর সঙ্গে জড়িত বিভিন্ন দিক ও বিষয়গুলো বিবেচনা করে কমিটি তাদের সুপারিশ রেখেছে এবং রিপোর্টে ভিত্তি বছরের কথাও উল্লেখ করা হয়েছে। সিল কভারে রিপোর্টটি যেহেতু মুখ্যমন্ত্ৰীর কাছে দাখিল করা হয়েছে সেই হেতু এব্যাপারে এই মুহূর্তে সবকিছু খোলসা করা উচিত হবে না-বলেন শর্মা। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ রিপোর্টটি কেন গ্ৰহণ করলেন না জানতে চাইলে শর্মা বলেন,কে রিপোর্ট গ্ৰহণ করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে রিপোর্টের সক্ৰিয় রূপায়ণ।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Department of Handloom & Textiles launched drive against imported machine-made gamosas in Nagaon

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com