দুজন নতুন মুখ নিয়ে মন্ত্ৰিসভা সম্প্ৰসারণ করছেন সোনোয়াল

দুজন নতুন মুখ নিয়ে মন্ত্ৰিসভা সম্প্ৰসারণ করছেন সোনোয়াল
Published on

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আজ(শনিবার)তাঁর মন্ত্ৰিসভা সম্প্ৰসারণ করছেন। দুজন নতুন মুখ অন্তর্ভুক্ত করে মন্ত্ৰিসভার সম্প্ৰসারণ করা হচ্ছে। তিনসুকিয়ার বিধায়ক সঞ্জয় কিষান এবং মাহমরার বিধায়ক যোগেন মোহনকে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি নতুন দুই মন্ত্ৰীকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করাবেন। এই নিয়ে সোনোয়াল দ্বিতীয়বার তাঁর মন্ত্ৰিসভা সম্প্ৰসারণ করছেন। মুখ্যমন্ত্ৰী সহ রাজ্য মন্ত্ৰিসভার মোট সদস্য সংখ্যা ১৯ জন পর্যন্ত হতে পারে। সেই ক্ষেত্ৰে আজ দুজন মন্ত্ৰীকে অন্তর্ভুক্তির পরেও একটি মন্ত্ৰী পদ ফাঁকা পড়ে থাকছে। ২০১৬ সালের মে মাসে মুখ্যমন্ত্ৰী সহ ১১ জন সদস্যকে নিয়ে গঠিত মন্ত্ৰিসভা শপথ গ্ৰহণ করেছিল। তবে ২০১৯ সালে আরও ৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে মন্ত্ৰিসভা সম্প্ৰসারণ করা হয়েছিল। তবে তপন গগৈ ও পল্লব লোচন দাস লোকসভায় নির্বাচিত হওয়ায় রাজ্য মন্ত্ৰিসভায় ২টি পদ খালি হয়ে পড়ে। এখন কিষান ও মোহনকে দিয়ে মন্ত্ৰিসভার ওই দুটি খালি পদ পূরণ করা হচ্ছে।

রঞ্জিৎ কুমার দাস ফের রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেনঃ রঞ্জিৎ কুমার দাস ফের পরবর্তী সময়ের জন্য রাজ্য বিজেপির সভাপতি হচ্ছেন।

দলের রাজ্য সভাপতি পদে নির্বাচনের জন্য শুক্ৰবারই ছিল মনোনয়নপত্ৰ দাখিলের শেষ দিন। দাস ছাড়া আর কেউই ওই পদের জন্য মনোনয়নপত্ৰ দাখিল করেননি। তাই আগামি তিন বছরের জন্য দাসকে ওই পদে নির্বাচনের কথা ঘোষণা করার আনুষ্ঠানিকতাই এখন শুধু বাকি আছে। রাজ্য বিজেপির সভাপতি পদে রঞ্জিৎ দাসের কার্যকাল শেষ হয়েছে ২০১৯-এর ডিসেম্বরে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Anti-CAA Sit-in Protest observed during Silpi Divas at Nehru Park in Guwahati

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com