গুয়াহাটিঃ আসম সফরের পর যে মার্কিন পর্যটক ভুটানে গিয়ে নোভেল করোনা ভাইরাসে(কোভিড-১৯)আক্ৰান্ত হয়েছেন অসমে সেই ব্যক্তির সান্নিধ্যে আসা ৪০০ জন ব্যক্তিকে শনাক্ত করে তাদের পৃথকভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই রাজ্যের স্বাস্থ্য বিভাগ এই পদক্ষেপ নিয়েছে। করোনার জীবাণুতে আক্ৰান্ত ওই মার্কিন পর্যটকের সান্নিধ্যে আসা আর কেউ রয়েছেন কিনা তার খোঁজ এখনও চলছে। মার্কিন পর্যটকের সংস্পর্শে আসা লোকের সংখ্যা আরও বাড়তে পারে। ওই পর্যটক অসম সফরকালে যে সমস্ত স্থানে অবস্থান করেছেন এবং যে সমস্ত গাড়ি ব্যবহার করেছিলেন এবং যারা তাঁর সান্নিধ্যে এসেছেন তাদের খোঁজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের একটি সূত্ৰ একথা জানিয়েছে।
সূত্ৰটি বলেছে,এমভি মহাবাহু নামের বিলাসী নৌকো সহ রাজ্যের বিভিন্ন স্থানে ওই মার্কিন পর্যটকের সংস্পর্শে আসা ৪০০ জনের বেশি লোককে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। চিকিৎসক ও মাইক্ৰোবায়োলজিস্টদের একটি দল মার্কিন পর্যটকের সংস্পর্শে আসা ৪০০-র বেশি লোককে বর্তমানে পর্যবেক্ষণে রেখেছেন। ‘যোরহাটে প্ৰায় ২০০ জন ব্যক্তির শরীরে জ্বর এবং কফের লক্ষণ দেখা গিয়েছিল। তবে পরীক্ষায় নিগেটিভ ফল এসেছে। তাই ‘জনগণের এ সময়ে কোনওভাবেই আতঙ্কিত হওয়া উচিত নয়। এর পরিবর্তে জনগণকে অবশ্যই সাবধান হওয়া উচিত। এপর্যন্ত পরীক্ষায় কারো শরীরে এমন মারণ জীবাণু ধরা পড়েনি’-উল্লেখ করেছে সূত্ৰটি।
অন্যদিকে,গুয়াহাটির বরঝাড় স্থিত লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে(এলজিবিআই)২৮ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সর্বমোট ২৪৪ জন যাত্ৰীর স্ক্ৰিনিং করা হয়েছে। রবিবার সিঙ্গাপুর থেকে আসা দুজন যাত্ৰীর স্ক্ৰিনিং করা হয়। পরীক্ষায় তাদের শরীরে এজাতীয় জীবাণুর লক্ষণ ধরা পড়েনি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)কোভিড-১৯ প্ৰতিরোধে এন-৯৫ মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার সুপারিশ করেছে। তবে গুয়াহাটিতে এখন এন-৯৫ মাস্ক ও স্যানিটাইজারের অভাব চলছে।
‘জনগণকে খাবারের আগে স্যানিটাইজার ব্যবহার করার এবং সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে ঘন ঘন হাত ধোওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জনগণকে এন-৯৫ মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। বাজারে এজাতীয় মাস্কের অভাব হেতু সাধারণ মাস্কও ব্যবহার করা যাবে’-বলেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের একজন চিকিৎসক।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কোভিড-১৯ প্ৰতিরোধে সভা,সমাবেশ স্থগিত রাখতে জেলাশাসকদের বার্তা দিশপুরের
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Doul Govinda Temple agog as Holi begins