গুয়াহাটিঃ চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে বাদ পড়া লোকেরা বিদেশি ট্ৰাইবুনালে(এফটি)কবে নাগাদ পিটিশন দাখিল করতে পারবেন তা নিয়ে যে সমস্ত জল্পনা চলছিল,তা আপাতত মিটে গেছে। এটা নিশ্চিত করে জানানো হয়েছে যে নাম ছুটদের এনআরসি কর্তৃপক্ষের কাছ থেকে প্ৰত্যাখ্যানের নির্দেশ সংক্ৰান্ত নোটিশ পাওয়ার ১২০ দিনের মধ্যে এফটিতে পিটিশন দাখিল করতে হবে। ‘নাগরিক(রেজিস্ট্ৰেশন অফ সিটিজেনস অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেনটিটি)আইন,২০০৩-এর অধীনে এই ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
ওই রুলসে বলা হয়েছে,কোনও ব্যক্তি যদি দাবি ও ওজর আপত্তি সম্পর্কে গৃহীত সিদ্ধান্তের ফলাফলে সন্তুষ্ট না হন তাহলে তারা ফরেনার্স(ট্ৰাইবুনালস)১৯৬৪ সালের নির্দেশে গঠিত ডেজিগনেটেড ট্ৰাইবুনালে আপিল করতে পারবেন,এধরনের প্ৰত্যাখ্যান(রিজেকশন)নির্দেশ হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে। এতে আরও বলা হয়েছে,ট্ৰাইবুনাল আপিল সমূহ নিষ্পত্তি করার পরই সংশ্লিষ্ট ব্যক্তির নাম এনআরসিতে অন্তর্ভুক্তি অথবা বাদ দেওয়ার ব্যাপারে রায় দেবে। উল্লেখ্য২০১৯-এর ৩১ আগস্ট চূড়ান্ত এনআরসি প্ৰকাশের পরবর্তী পর্যায়ে নাম ছুটদের এফটিতে আবেদন জানানোর সময় নিয়ে একটা বিভ্ৰান্তির সৃষ্টি হয়েছিল। চূড়ান্ত এনআরসি-র পরিপূরক ও বাতিল তালিকা অথবা কনসোলিডেটেড লিস্ট অথবা রিজেকশন অর্ডার সংক্ৰান্ত নির্দেশ হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে নামছুটরা এফটি আবেদন করা নিয়েই এই বিভ্ৰান্তির সৃষ্টি হতে দেখা গেছে।
এদিকে এনআরসি কর্তৃপক্ষ খুব শিগগিরই কনসোলিডেটেড লিস্ট প্ৰকাশ করতে যাচ্ছেন। এতে সমস্ত যোগ্য ব্যক্তি এবং সেই সঙ্গে অযোগ্য ব্যক্তিদের নামও থাকবে।
তবে সূত্ৰটি দ্য সেন্টিনেলকে জানিয়েছে,রিজেকশন অর্ডার ইস্যু করার প্ৰক্ৰিয়া শুরু করতে কিছুটা সময় লাগবে। নাম ছুট সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে রিজেকশন অর্ডার পাঠানোর আগে এনআরসি কর্তৃপক্ষ ওই সমস্ত ব্যক্তিদের প্ৰাসঙ্গিক নথিপত্ৰগুলো আরও একবার ঝালিয়ে নেবেন। রিজেকশন অর্ডার হাতে পাওয়ার ১২০ দিনের মধ্যে নাম ছুট সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমানে থাকা ১০০টি এফটি-র যেকোনও একটায় আবেদন জানাতে হবে। এরপরই নাম ছুটদের বিষয়টি নিয়ে শুরু হবে আইনি প্ৰক্ৰিয়া।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসিকে ‘অসম্পূর্ণ’ বলল মুসলিম কল্যাণ পরিষদ
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP (Assam Pradesh) Press Meet in Guwahati