যোরহাটঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল শক্তিশালী অসম গড়তে স্বর্গদেউ চাওলুং চুকাফার আদর্শ অনুসরণ করতে জনগণের প্ৰতি আহ্বান জানিয়েছে। সোমবার যোরহাট জেলার মোহবন্ধায় স্বর্গদেউ চাওলুং চুকাফা সমন্বয় ক্ষেত্ৰে আয়োজিত ‘অসম দিবস’ অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে ওই আহ্বান জানান মুখ্যমন্ত্ৰী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সোনোয়াল বলেন,স্বর্গদেউ চাওলুং চুকাফা ছিলেন বৃহত্তর অসমিয়া সমাজ গঠনের স্থপতি।
মুখ্যমন্ত্ৰী বলেন,চাওলুং চুকাফা ঐক্য,ভ্ৰাতৃত্ববোধ ও সমন্বয়ের নীতির মাধ্যমে বিশাল ও শক্তিশালী অসমের ভিত্তি গড়েছিলেন। তাই অসমের জনগণকে চাওলুং চুকাফা আদর্শ অনুসরণ করে কঠর পরিশ্ৰমের মাধ্যমে শক্তিশালী অসম গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। তিনি বিশেষ করে যুব সমাজকে আরও উন্নত কর্মসংস্কৃতির মাধ্যমে শক্তিশালী অসম গড়ার জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্ৰী যুবসমাজকে চাওলুং চুকাফার জীবন ও কর্মরাজি বিস্তারিত অধ্যয়ণ করার আহ্বান জানিয়ে বলেন,রাজ্যের সব স্থানীয় ভূমিপুত্ৰদের স্বার্থ ও অধিকারের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। স্বর্গদেউ চাওলুং চুকাফা সমন্বয় ক্ষেত্ৰের বিকাশ সাধনে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্ৰী। সোনোয়াল বলেন,ভূমির উপর অধিকারই হচ্ছে স্থানীয় ভূমিপুত্ৰদের রক্ষাকবচের প্ৰাথমিক প্ৰয়োজন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমিয়াকে চিরতরে রাজ্যের সরকারি ভাষা হিসেবে বহাল রাখতে কেন্দ্ৰকে আর্জি অগপ-র
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Chaolung Sukapha remembered at Amguri in Sivasagar District