গুয়াহাটিঃ গৌহাটি হাইকোর্ট ফরেনার্স ট্ৰাইবুনালের(এফটি)২৯টি রায়ের বৈধতা সরাসরি খারিজ করে দিয়েছে। এফটি-র ওই রায়ে অসমের বিভিন্ন প্ৰান্তে বসবাসকারী বেশকজন গোর্খাকে বিদেশি/বাংলাদেশি হিসেবে ঘোষণা করেছে।
বিচারপতি মনোজিৎ ভুঁইয়া এবং বিচারপতি সৌমিত্ৰ শইকিয়াকে নিয়ে গঠিত একটি বেঞ্চ গোর্খা সম্প্ৰদায়ের পক্ষ থেকে পৃথকভাবে দাখিল করা ২৯ রিট পিটিশন সংঘবদ্ধ করে এই অভিন্ন রায় দেয়। রাজ্যের বিভিন্ন এফটি এই সমস্ত গোর্খাদের বাংলাদেশি বলে ঘোষণা করেছিল।
রাজ্যের সীমান্ত পুলিশ রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে বিদেশি সন্দেহে নেপালিভাষী এই সমস্ত গোর্খাদের ধরে ফরেনার্স ট্ৰাইবুনালে পাঠিয়েছিল। উপযুক্ত সাক্ষ্যপ্ৰমাণ ছাড়াই এফটি গোর্খা সম্প্ৰদায়ের এই সমস্ত লোকেদের বিদেশি অথবা বাংলাদেশি ঘোষণা করে। এই সমস্ত গোর্খাদের মাতৃভাষা নেপালি। হাইকোর্ট এটা লক্ষ্য করেছে যে ২১-১-১৯৫০ সালে সংবিধানের সূচনা হওয়ার সময় থেকে যে সমস্ত গোর্খা ভারতে বসবাস করেছেন এবং যারা এদেশে জন্মেছেন অথবা তাদের অভিভাবকরা এদেশে জন্মেছে অথবা এজাতীয় সূচনার সময় থেকে যারা কমপক্ষে ৫ বছর এদেশে বসবাস করেছেন সংবিধানের ৫ অনুচ্ছেদ অনু্যায়ী তারা ভারতের নাগরিক পেতে পারেন। হাইকোর্ট আবেদনকারীদের যাবতীয় তথ্যপাতি পরীক্ষা করার পরই ওই রায় দেয়।
এদিকে,অসম গোর্খা সম্মেলনের সভাপতি এবং বরিষ্ঠ আইনজীবী আরপি শর্মা বলেন,পুরো গোর্খা সম্প্ৰদায়ের জন্য এই একটা উল্লেখযোগ্য রায়।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ১০ ডিসেম্বর ১১ ঘন্টা উ.পুব বনধের ডাক নেসোর
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Congress launched 7-hr hunger strike to protest against CAB in Tinsukia