গুয়াহাটিঃ গুয়াহাটি-ঢাকার মধ্যে বিমান উড়ানের সফলতার পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে রাজ্যের বিমান যোগাযোগ ব্যবস্থা চাঙ্গা করে তুলতে খুব শিগগিরই গুয়াহাটি-ব্যাংকক-এর মধ্যে বিমান সেবা চালু করা হবে। পূর্বে তাকাও নীতি বিষয়ক এবং রাজ্যের পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি বৃহস্পতিবার এখানে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন,গুয়াহাটি-ব্যাংকক বিমান সেবার জন্য স্পাইস জেট ঠিকা পেয়েছে। প্ৰত্যেকের জন্য বিমান সেবা যাতে আরাম দায়ক হয় তার জন্য রাজ্য সরকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং(ভিজিএফ)হিসেবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্ৰকের জন্য ১০০ কোটি টাকা রিলিজ করেছে। পাটোয়ারি বলেন বর্তমানে স্পাইস জেটই গুয়াহাটি-ঢাকা রুটের মধ্যে বিমান সেবা অপারেট করছে।
পাটোয়ারি আরও বলেন,আরও চারটি আন্তর্জাতিক রুটে শীঘ্ৰ বিমান সেবা চালু করা হবে। এই রুটগুলো গুয়াহাটি-কুয়ালালমপুর,গুয়াহাটি-কাঠমাণ্ডু,গুয়াহাটি-হ্যানয় এবং গুয়াহাটি ইয়াংগন। খুব শীঘ্ৰই এই সব আন্তর্জাতিক রুটে বিমান সেবা চালু করা হবে। তিনি বলেন,এই চারটি রুটে বিমান চালানোর জন্য ন্যাশনাল বিডিঙে যোগ্য পার্টি না পাওয়ায় উপযুক্ত বিমান অপারেটরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক পর্যায়ে বিডিঙের ব্যবস্থা করা হবে।
মন্ত্ৰী বলেন,অসমের সঙ্গে আসিয়ান ও বিবিএন দেশগুলির(বাংলাদেশ,ভুটান ও নেপাল)মধ্যে বিমান চালানোর প্ৰধান উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলোতে প্ৰায় ৮০ লক্ষ মানুষ রয়েছেন। পাটোয়ারি আরও বলেন,কেন্দ্ৰের উড়ান আন্তর্জাতিক স্কিম অনু্যায়ী আসিয়ান ও বিবিএন দেশগুলির সামনে ভারতের উপস্থিতি জাহির করতে অসমকেই উপযুক্ত স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন,দেশের মধ্যে অসমই হচ্ছে একমাত্ৰ রাজ্য যারা পূর্বে তাকাও নীতি সম্পর্কে একটি পৃথক বিভাগ স্থাপন করেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গুয়াহাটি-ঢাকার মধ্যে বিমান উড়ান শুরু হলো সোনোয়ালের সঙ্কেতে