এই প্ৰথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আয়োজন করছে গুয়াহাটি

এই প্ৰথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের আয়োজন করছে গুয়াহাটি
Published on

গুয়াহাটিঃ অত্যন্ত মর্যাদাসম্পন্ন এবং জাঁকজমকপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবার উত্তর পূর্বের প্ৰবেশদ্বার গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। এখন সরকারিভাবেও একথা নিশ্চিত করা হয়েছে। ২০২০ সালের ফেব্ৰুয়ারিতে গুয়াহাটি মহানগরীতে বসবে এই চাঁদের হাট। এই প্ৰথম মুম্বইয়ের বাইরে গিয়ে এই বর্ণময় সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে গুয়াহাটিতে।

অসম পর্যটন উন্নয়ন নিগম(এটিডিসি)ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্যোক্তা দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্ৰুপের সঙ্গে আগামি ২৫ নভেম্বর এক সমঝোতা চুক্তি(মৌ)স্বাক্ষর করতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চুক্তি স্বাক্ষর হওয়ার পরই ৬৫তম রাষ্ট্ৰীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুয়াহাটিতে আয়োজনের পথ প্ৰশস্ত হবে। গুয়াহাটির আমিনগাঁও স্থিত রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই চোখ ধাধানো অনুষ্ঠানটি হবে সম্ভবত ২০২০-র ১৫ ফেব্ৰুয়ারি।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ১৯৫৪ সালের ২১ মার্চ মুম্বইয়ের মেট্ৰো সিনেমা হলে প্ৰথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্ৰথম ফিল্মফেয়ার অনুষ্ঠানে ‘দো বিঘা জমিন’ সেরা ছবির পুরস্কার পেয়েছিল।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার হিসেবে যে সমস্ত স্ট্যাচু দেওয়া হয়ে থাকে সেগুলো সাধারণত ব্ৰোঞ্জের তৈরি। এগুলোর উচ্চতা ৪৬.৫ সেন্টিমিটার এবং ওজন প্ৰায় ৫ কেজির মতো। এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি উপভোগ করার জন্য গুয়াহাটি বাসির একাংশ মুখিয়ে রয়েছেন। ফিল্মফেয়ার অনুষ্ঠান যেহেতু গুয়াহাটিতে এই প্ৰথমবার আয়োজন করা হচ্ছে সেইহেতু টিকিটের দরও যে চড়া হবে তা বলাই বাহুল্য।

মুম্বইয়ে শেষবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে কম মূল্যের টিকিট বিকিয়েছিল ১০ হাজার টাকা করে।

এটিডিসি-র চেয়ারম্যান জয়ন্ত মল্ল বরুয়ার মতে,গুয়াহাটিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের মোক্ষম উদ্দেশ্য হলো,বলিউডকে জড়িয়ে অসমের পর্যটন শিল্পের সম্ভাবনাকে চাঙ্গা করে তোলা। তিনি বলেন,অসম যে দেশের মধ্যে একটা অন্যতম সেরা পর্যটন স্থল এই ইভেন্টে তার ওপরও আলোকপাত করা হবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AGP leadership has not been vocal against the CAB: Prafulla Kumar Mahanta

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com