পুলওমায়ার শহিদদের ভারত কখনও ভুলবে নাঃ প্ৰধানমন্ত্ৰী মোদি

পুলওমায়ার শহিদদের ভারত কখনও ভুলবে নাঃ প্ৰধানমন্ত্ৰী মোদি
Published on

নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় গত বছর জঙ্গি আক্ৰমণে সিআরপিএফ-এর যে ৪০ জন জওয়ান শহিদ হয়েছিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুক্ৰবার তাঁদের প্ৰতি গভীর শ্ৰদ্ধা জানান। প্ৰধানমন্ত্ৰী বলেন,‘এই সমস্ত শহিদদের আত্মত্যাগ ভারত কখনও ভুলবে না’।

‘গত বছর পুলওয়ামায় ভয়ংকর আত্মঘাতী বোমা হামলায় শহিদ হয়েছিলেন এই বীর জওয়ানরা। আমাদের দেশের সেবা ও সুরক্ষায় তাঁরা নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সে জন্যই তাঁরা ব্যতিক্ৰমী মানুষ। ভারত এই সব শহিদের আত্মত্যাগ কখনও ভুলবে না’-টুইটে বলেন মোদি।

৪০ জন সিআরপিএফ জওয়ানের স্মৃতিতে শ্ৰদ্ধার্ঘ্য নিবেদন করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ বলেন,‘আমাদের বীর জওয়ান ও তাঁদের পরিবারের প্ৰতি ভারত চিরকৃতজ্ঞ থাকবে। দেশমাতৃর অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের এই মহান আত্মত্যাগের জন্য’। প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিংও এক টুইটে সেন্ট্ৰাল রিজার্ভ পুলিশ ফোর্সের(সিআরপিএফ)জওয়ানদের ওই মহান আত্মত্যাগের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়েছেন।

২০১৯ সালের এই দিনটিতে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের ভয়ংকর আত্মঘাতী বোমা হামলায় এই সমস্ত নিরীহ সিআরপিএফ জওয়ানদের যেভাবে প্ৰাণ বিসর্জন দিতে হয়েছিল রাজনাথ সেকথা স্মরণ করেন। উল্লেখ্য,পুলওয়ামার ওই ঘটনার পরপর অর্থাৎ গত বছর ২৬ ফেব্ৰুয়ারি ভারতীয় বায়ু সেনার(আইএএফ)লড়াকু জেট বিমান পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্ৰদেশের বালাকোটে হামলা চালিয়ে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের(জেইএম)একটি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bollywood Diva Madhuri Dixit, Actors Ranveer Singh & Kartik Aryan landed in Guwahati

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com