ক্যা নিয়ে অগপ নেতাদের অবস্থান স্পষ্ট করতে বললেন দলীয় কর্মীরা

ক্যা নিয়ে অগপ নেতাদের অবস্থান স্পষ্ট করতে বললেন দলীয় কর্মীরা
Published on

গুয়াহাটিঃ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের শরিক দল অসম গণ পরিষদ(অগপ)। অসমের প্ৰধান আঞ্চলিক দলগুলোর অন্যতম এটি। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনকে(ক্যা)কেন্দ্ৰ করে অগপতে বিভাজনের সঙ্কেত দেখা যাচ্ছে। অগপ-র দুই শিবিরের মধ্যে সংঘাতের আশঙ্কা ক্ৰমেই স্পষ্ট হয়ে উঠছে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা অগপ-র প্ৰতিষ্ঠাতা সভাপতি প্ৰফুল্ল কুমার মহন্ত মঙ্গলবার ক্যা ইস্যু নিয়ে মত বিনিময়ের জন্য দলের আমবাড়ি স্থিত সদর কার্যালয়ে এক বৈঠক ডেকেছিলেন। কিন্তু সকাল থেকেই দলের কার্যালয়ে তালা ঝুলে থকায় সেখানে বৈঠক করার সু্যোগ পাননি মহন্তরা। পরে লক্ষ্মীরাম বরুয়া সদনে বৈঠক স্থানান্তরিত করে সেখানেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে আওয়াজ তোলেন তাঁরা। মহন্তের সঙ্গে এদিন ছিলেন বিধায়ক পবীন্দ্ৰ ডেকা,বৃন্দাবন গোস্বামী,প্ৰাক্তন বিধায়ক গুণিণ হাজরিকা,গিরিন বরুয়া ও অন্যান্যরা।

বরহমপুরের বিধায়ক মহন্ত এই সভায় বলেন,‘দলের গুটি কয়েক নেতা রাজনৈতিকভাবে দিল্লির কাছে আত্মসমর্পণ করেছেন। দলের এই কজন নেতা যখন ক্যা-র বিরুদ্ধে রাজ্যের মানুষের সঙ্গে পথে নামা উচিত ছিল সেই সময় তাঁরা বিজেপি-র সমাবেশে অংশ নিচ্ছেন। এই সমস্ত নেতাদের হয় অগপর সঙ্গে নতুবা বিজেপি-র সঙ্গে থাকা উচিত। দল সভাপতি অতুল বরা,কেশব মহন্ত ও ফণীভূষণ চৌধুরীর বিরুদ্ধেই যে মহন্তের এই বিষোদ্গার সেটা বুঝতে একটুও অসুবিধা হয় না। মহন্ত বলেন,‘দলের সমস্ত কর্মীদের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে খোলাখুলি এগিয়ে আসা উচিত’। গুটি কয়েক দলীয় নেতা ক্যা নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট না করায় দলীয় কর্মীদের মধ্যে বিভ্ৰান্তির সৃষ্টি হচ্ছে’। নাগরিকত্ব আইন সম্পর্কে ওই সব দলীয় নেতাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে বৈঠকে একটি প্ৰস্তাব গৃহীত হয়। যদি ওই সব দলীয় নেতারা তাদের অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হন তাহলে তাঁদের দলীয় পদে ইস্তফা দেওয়া উচিত। বৈঠকে ক্যা ইস্যুর রাজনৈতিক সমাধানের দাবি জানানো হয়। ক্যা বাতিল করার জন্য কেন্দ্ৰীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছেন তারা। রাজ্যে ক্যা বিরোধী আন্দোলনে যে পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়েছে,হাইকোর্টের একজন বিচারপতির মাধ্যমে ওই ঘটনাগুলোর তদন্ত করারও দাবি জানানো হয়েছে বৈঠকে। অগপর সদর কার্যালয় থেকে নিরাপত্তা রক্ষী প্ৰত্যাহারেরও দাবি করেছেন মহন্ত অনুগামীরা। এদিকে,মহন্তের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাওয়া হলে দলের প্ৰবীণ নেতা তথা খাদ্যমন্ত্ৰী ফণীভূষণ চৌধুরী বলেন,‘আমরা এই ইস্যু নিয়ে আলোচনা করবো। মহন্তের এমন কিছু করা উচিত নয় যা দলকে সমসার মুখে ঠেলে দেবে। দলের প্ৰতি তাঁর দায়িত্ব রয়েছে কারণ অগপ তাঁকে অনেক কিছু দিয়েছে। দলকে শক্তিশালী করার জন্য মহন্তের কাজ করা উচিত। যদি মহন্তের কোনও অভি্যোগ থাকে তাহলে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Bodoland Taekwondo Champ'2019 begins in Kokrajhar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com