গুয়াহাটিঃ আপনি হয়তো একটা ড্ৰোন কিনেছেন এবং এর ব্যাটারি চার্জ করার প্ৰস্তুতি নিচ্ছেন যাতে প্ৰথম বার পরীক্ষামূলকভাবে সেটি আকাশে ওড়াতে পারেন। কিন্তু এমনটা করার আগে আপনাকে কেন্দ্ৰীয় সরকারের বেঁধে দেওয়া নতুন নিয়ম-নীতি সম্পর্কে সচেতন হতে হবে। দেশে ড্ৰোন অথবা মানবহীন আকাশ যান ওড়াতে কেন্দ্ৰীয় সরকার কিছু নতুন নিয়ম-নীতি বেঁধে দিয়েছে। তাই এখন,উপযুক্ত কর্তৃপক্ষের আগাম অনুমতি ছাড়া কেউই যে কোনও উদ্দেশ্যে ড্ৰোন ব্যবহার অথবা আকাশে ওড়াতে পারবেন না। কেউ এই নতুন নিয়ম-নীতি লঙ্ঘন করলে এবং নিজের মর্জি মাফিক ড্ৰোন ওড়ালে ভারতীয় দণ্ডবিধি আইনে(আইপিসি)পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্ৰহণ করতে পারবে।
কামরূপ(মহানগর)জেলা ছাড়া কেউ ড্ৰোন ওড়াতে চাইলে সেই ব্যক্তিকে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে অনুমতি চেয়ে আবেদন দাখিল করতে হবে। আবেদনে ড্ৰোন কোথায় ওড়ানো হবে তার স্থান,ড্ৰোন ওড়ানোর উদ্দেশ্য ইত্যাদি সহ বিস্তারিত তথ্য জানাতে হবে। আবেদনে ড্ৰোন সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা চাই। এরপর জেলাশাসক ওই আবেদন সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবেন বাস্তব পরিস্থিতি ও নিরাপত্তা সংক্ৰান্ত বিষয়গুলি খতিয়ে দেখার জন্য। আবেদনকারী যে এলাকায় ড্ৰোন ওড়াতে চান পুলিশ সেখানে কোনও গুরুত্বপূর্ণ প্ৰতিষ্ঠান বিশেষ করে বিমান বন্দর,সামরিক ঘাঁটি ইত্যাদি রয়েছে কিনা,নিরাপত্তার স্বার্থেই তা খতিয়ে দেখবে। এরপরই পুলিশ তাদের রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠাবে। পুলিশের রিপোর্টের ভিত্তিতেই জেলাশাসক ড্ৰোন ওড়াতে অনুমতি দেবেন কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
কামরূপ(মেট্ৰো)জেলায় আবেদনকারীকে আবেদন দাখিল করতে হবে ডিসির পরিবর্তে পুলিশ কমিশনারের কাছে। তবে ড্ৰোন ওড়াতে অনুমতি দেওয়া বা না দেওয়ার ব্যাপারে বাকি নিয়ম নীতি অন্যান্য জেলার মতো একই থাকছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অতিরিক্ত বিদেশি ট্ৰাইবুনাল,সদস্যরা অনিশ্চয়তায়
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Man Fakes his own Suicide, Got arrested in Raha