গুয়াহাটিঃ গুয়াহাটিতে আগামি শুক্ৰবার থেকে অনুষ্ঠেয় তৃতীয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির আসার কথা ছিল। কিন্তু রাজ্যে চলা জোরদার ক্যা বিরোধী আন্দোলন এড়াতে প্ৰধানমন্ত্ৰীর সফর বাতিল করা হয়েছে। আগামি ১০ জানুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে তৃতীয় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস। গেম চলবে ২২ জানুয়ারি অবধি। সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ(এজেওয়াইসিপি)প্ৰধানমন্ত্ৰীর অসম সফরকালে একগুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিল।
গুয়াহাটির বর্ষাপাড়ায় এসিএ স্টেডিয়ামে আয়োজিত ভারত-শ্ৰীলংকার টি-২০ ম্যাচের দিনও ক্যার বিরুদ্ধে শ্লোগান দিয়েছেন প্ৰতিবাদকারীরা। তবে বৃষ্টির জন্য এই ক্ৰিকেট ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।
এর আগেও গুয়াহাটিতে ক্যা বিরোধী জোর আন্দোলনের জেরে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও জাপানের প্ৰধানমন্ত্ৰী শিনজো আবের বৈঠক বাতিল করা হয়েছিল। গত ডিসেম্বরে গুয়াহাটিতে এই বৈঠকে মিলিত হওয়ার কথা ছিল দুই রাষ্ট্ৰপ্ৰধানের।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যানের শোভা বাড়াচ্ছে অসমের শান গন্ডার
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Bhogali Bihu preparation from Nagaon’s Kampur