এনআরসি নিয়ে দিশপুরের কাছে প্ৰস্তাব দাখিল করতে হাজেলাকে বললেন আরজিআই

এনআরসি নিয়ে দিশপুরের কাছে প্ৰস্তাব দাখিল করতে হাজেলাকে বললেন আরজিআই
Published on

গুয়াহাটিঃ রেজিস্ট্ৰার জেনারেল অফ ইন্ডিয়া(আরজিআই)এনআরসি ইস্যু নিয়ে বুধবার নয়াদিল্লিতে এক পর্যালোচনা বৈঠক করেছেন। ওই বৈঠকে এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলা আরজিআইর কাছে দুটো প্ৰস্তাব রেখেছেন। এনআরসি উন্নীতকরণের প্ৰক্ৰিয়া চালিয়ে যাওয়া এবং আধার ব্যবস্থার ধাঁচে এর তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষেই প্ৰস্তাবগুলো রাখা হয়েছে।

হাজেলা এবং রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে প্ৰস্তাবগুলো নিয়ে আরজিআই-এর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে আরজিআই বিবেক যোশী প্ৰথমে প্ৰস্তাব দুটো অসম সরকারের কাছে পেশ করতে বলেন হাজেলাকে। এরপর রাজ্য সরকার প্ৰস্তাবগুলো পরীক্ষা করে তাদের মতামত জানিয়ে তা আরজিআই-র কাছে পেশ করতে পারবেন। বৈঠকে অসম সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের কমিশনার এবং সচিব আশুতোষ অগ্নিহোত্ৰী ছাড়াও বেশকজন বরিষ্ঠ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,পূর্ণাঙ্গ এনআরসি প্ৰকাশের প্ৰাক্কালে সুপ্ৰিম কোর্ট এনআরসির তথ্য আধার ব্যবস্থার মতো সুরক্ষিত করার বিষয়টি প্ৰথমে সুনিশ্চিত করতে রাজ্য সমন্বয়ক হাজেলাকে নির্দেশ দিয়েছিল এবং এরপরই নাগরিকদের এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে শেয়ার করতে হাজেলাকে অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত।

সুপ্ৰিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রোহিণ্টন ফলি নরিম্যানকে নিয়ে গঠিত বেঞ্চ ২০১৯-এর ১৩ আগস্ট হাজেলাকে আধারের তথ্য যেভাবে সংরক্ষণ করা হয়েছে সেই একই পদ্ধতিতে এনআরসির তথ্যের নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল। এরপরই এনআরসিতে অন্তর্ভুক্ত ও নাম ছুটদের তালিকা রাজ্য,কেন্দ্ৰ সরকার এবং আরজিআই-র কাছে দাখিল করতে বলেছিল শীর্ষ আদালত। রাজ্যের সর্বমোট ৩,৩০,২৭,৬৬১ জন ব্যক্তি ৬৮,৩৭,৬৬০টি আবেদনের মাধ্যমে এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন। এরমধ্যে ৩,১১,২১,০৪৪ জন ব্যক্তির নাম এনআরসিতে অন্তর্ভুক্তির উপযুক্ত বিবেচিত হয়েছে। ২০১৯-এর ৩১ আগস্টে প্ৰকাশিত চূড়ান্ত এনআরসিতে অন্তর্ভুক্তির অনুপযোগী বিবেচিত হয়েছে ১৯,০৯,৬৫৭ জনের নাম।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: BJP organized Gandhi Sankalpa Zatra at Naharkatia

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com