গোয়ালপাড়ায় বাস দুর্ঘটনায় নিহত ৬,আহত ৩০ জনের বেশি

গোয়ালপাড়ায় বাস দুর্ঘটনায় নিহত ৬,আহত ৩০ জনের বেশি
Published on

গোয়ালপাড়া/বকোঃ গোয়ালপাড়া জেলার ধুপধরার কথাকুঠিতে মঙ্গলবার সকালে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষেও ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন প্ৰায় ৩৫ জন।

ধুবড়ি থেকে আসা গুয়াহাটি গামী বাসটি(এএস ০১ বিসি-২৮৪৮)প্ৰথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেয়ে পথপাশের একটি খাদে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ১৭নং রাষ্ট্ৰীয় সড়কে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে এই শোকাবহ দুর্ঘটনাটি। গোয়ালপাড়া শহর থেকে দুর্ঘটনাস্থল প্ৰায় ৬৩ কিলোমিটার দূরে। দুর্ঘটনায় নিহতদের ধুবড়ি শহরের আবিদা খাতুন,গৌরীপুর শহরের চন্দন সাহা ও হাফিজুদ্দিন শেখ,চাপর শহরের আবুল হুসেন মিঞা,গকূল রায়(সিআইএসএফ জওয়ান)এবং মন্টু শেখ নামে শনাক্ত করা হয়েছে। নিহতদের প্ৰত্যেকেই ধুবড়ি জেলার বলে জানা গেছে। দুর্ঘটনার সময় দৈবক্ৰমে সেনাবাহিনীর একটি গাড়ি ওই পথ ধরে যাচ্ছিলো। সেনা জওয়ানরা সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযানে নেমে পড়েন। এরফলে আরও অনেক যাত্ৰী প্ৰাণে বেঁচে যান। ধুপধরা,রংজুলি ও দুধনৈ থেকে পুলিশের তিনটি দল অকুস্থলে ছুটে এসে উদ্ধার অভিযানে সাহায্যের হাত বাড়ায়। বাসের ভিতরে আটকে পড়া বেশকিছু যাত্ৰীকে উদ্ধার করেন তারা। এএসপি অমিতাভ বসুমতারি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। স্থানীয় মানুষ,সেনা জওয়ান এবং পুলিশ যথাসময়ে সাহা্য্য করায় অনেকের প্ৰাণ বাঁচানো সম্ভব হয়। স্থানীয় মানুষ,পুলিশ ও সেনা জওয়ানদের এই ভূমিকার প্ৰশংসা করেছেন বসুমতারি। আহতদের ধুপধরা মডেল হাসপাতাল ও গোয়ালপাড়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এক প্ৰেস বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্ৰকাশ করে নিহতদের আত্মার সদগতির জন্য প্ৰার্থনা করেছেন। আহতদের চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্ৰী জেলাশাসককে নির্দেশ দিয়েছেন।

এদিকে পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰ মোহন পাটোয়ারিও দুর্ঘটনায় বাস যাত্ৰীর মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্ৰকাশ করেছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Farmer killed in road accident in Bijni

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com