গোলাঘাটে সুমো-ডাম্পার সংঘর্ষে নিহত তিন আবগারি কর্মী,তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

গোলাঘাটে সুমো-ডাম্পার সংঘর্ষে নিহত তিন আবগারি কর্মী,তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্ৰীর
Published on

গোলাঘাটঃ গোলাঘাটের মোরঙি গ্ৰামের কাছে আবার ঘটলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার রাতে ওই এলাকায় একটি টাটা সুমো কার(এএস০১এজে ০৪০১)এবং একটি ডাম্পার ট্ৰাকের(এনএল০৫জি ১০৪৯)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে আবগারি বিভাগের একজন অফিসার ও একজন কনস্টেবল ঘটনাস্থলেই প্ৰাণ হারান।

দুর্ঘটনার পরপরই টাটা সুমো গাড়িটিতে আগুন লেগে যাওয়ায় সামু মাইবাংসা নামের একজন আবগারি আধিকারিক ও রমেন বনজাং নামে আবগারি বিভাগের এক কনস্টেবল ঘটনাস্থলেই মারা যান।

প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,এক্সসাইজ ইনটেলিজেন্স ব্যুরোর ছয়জনের একটি দল গোলাঘাট থেকে গুয়াহাটি অভিমুখে আসছিলেন। ওই সময় উল্টো দিকে থেকে দ্ৰুত ছুটে আসা একটি ডাম্পার ট্ৰাকের সঙ্গে সুমোটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহত অন্যান্য ৪ জন আবগারি কর্মকর্তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে হরেকৃষ্ণ কুমার নামে আরও একজন আবগারি কর্মকর্তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন ডাক্তাররা।

অন্যদিকে আবগারি আধিকারিক তনু ইনজা এবং সুন্দর বারি-র যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে এবং জাহিদুল হক নামের আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের আবগারি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য এই ঘটনার জন্য গভীর দুঃখ প্ৰকাশ করে জানান,আহত আবগারি কর্মীদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। মন্ত্ৰী আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পদস্থ কর্তাদের নির্দেশ দিয়েছেন।

কামরূপের আবগারি পরিদর্শক দেবজিৎ নাথকে পুরো বিষয়টি তদারক করারও নির্দেশ দিয়েছেন মন্ত্ৰী শুক্লবৈদ্য।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল উজান অসমের ডিভিশনাল কমিশনার জুরি সোনোয়ালকে পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: City Bus driver allegedly tried to bang one City Traffic Constable in broad daylight

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com