সন্ত্ৰাসে মদত দেওয়া বন্ধ করলেই শুধু ‘পক’ নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারেঃ রাজনাথ

সন্ত্ৰাসে মদত দেওয়া বন্ধ করলেই শুধু ‘পক’ নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারেঃ রাজনাথ
Published on

কালকা(হরিয়ানা): পাকিস্তানের সঙ্গে যদি একান্তই আলোচনায় বসতে হয় তাহলে সেটা শুধু পাক অধিকৃত কাশ্মীর(পক)নিয়েই হতে পারে। রবিবার একথা বলেন প্ৰতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিং। ‘পাকিস্তানের সঙ্গে যদি আলোচনা করতেই হয় তাহলে সেটা এখন শুধু পক অধিকৃত কাশ্মীর নিয়ে হওয়া উচিত’-চণ্ডীগড় থেকে প্ৰায় কুড়ি কিলোমিটার দূরে ভারতীয় জনতা পার্টির ‘জন আশীর্বাদ যাত্ৰা’র ফ্ল্যাগ অফ করার পর এক জনসমাবেশে রাজনাথ এদিন পাকিস্তানের উদ্দেশে এই বার্তাই দেন।

হরিয়ানা বিধানসভার আসন্ন নির্বাচনের আগে এই যাত্ৰার উদ্বোধন করেন তিনি। এই যাত্ৰা হরিয়ানার ৯০টি বিধানসভা কেন্দ্ৰ পরিক্ৰমা করবে এবং আগামি ৮ সেপ্টেম্বর রোহটকে মিছিলের সমাপ্তি ঘটবে।

বিজেপি-র রাজ্য নির্বাচনী ইনচার্জ এবং কেন্দ্ৰীয় কৃষিমন্ত্ৰী নরেন্দ্ৰ সিং তোমার এবং রাজ্যের মুখ্যমন্ত্ৰী মনোহরলাল খাট্টার ও তাঁর মন্ত্ৰিসভার সদস্যরা যাত্ৰার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা গত ৫ আগস্ট তুলে নেওয়ার প্ৰসঙ্গে রাজনাথ বলেন,কাশ্মীরের উন্নয়ন ত্বরান্বিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্ৰত্যাহারের এই ইস্যুটি নিয়ে আমাদের পড়শি দেশটি লাগাতার আন্তর্জাতিক সম্প্ৰদায়ের দরজায় খটখট করছে,করছে তাদের কান ভারি করার চেষ্টা’। পাকিস্তানের উদ্দেশে বেশ কড়া সুরে প্ৰতিরক্ষামন্ত্ৰী বলেন,‘একমাত্ৰ পাক অধিকৃত কাশ্মীর নিয়েই তাদের সঙ্গে আলোচনা হতে পারে,তবে ইসলামাবাদ যদি সন্ত্ৰাসীদের মদত দেওয়া বন্ধ করে তবেই’। রাজনাথ আরও বলেন,এইতো কয়েক দিন আগেই পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান তাঁর দেশে বলেছেন,ভারত নাকি বালাকোটের চেয়েও বড় ধরনের হামলার পরিকল্পনা এঁটেছে। তাহলে পাক প্ৰধানমন্ত্ৰী এটা নিশ্চয়ই মেনে নিয়েছেন ভারত বালাকোটে কী করেছে-বলেন রাজনাথ।

উল্লেখ্য,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী গত শুক্ৰবার পরমাণু অস্ত্ৰের ব্যবহার সম্পর্কে পাকিস্তানের উদ্দেশে পরোক্ষে হুমকি দিয়েছিলেন। বলেছিলেন ‘ভারত আগ বাড়িয়ে কখনোই পরমাণু অস্ত্ৰ প্ৰয়োগ করবে না। কিন্তু পাকিস্তান বাড়াবাড়ি করলে ভবিষ্যতে ভারত ওই রাস্তা থেকে সরে আসতে পারে। ভারত কোন দিশায় এগোবে ভবিষ্যৎই বলবে সেকথা’।

ভারত প্ৰয়োজনে পরমাণু অস্ত্ৰ নীতি পাল্টাতে পারে বলে রাজনাথের ওই প্ৰচ্ছন্ন হুমকির পরিপ্ৰেক্ষিতে পাক বিদেশ মন্ত্ৰী শাহ কুরেশি ওই হুমকিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য করে পাল্টা প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন।

পাক বিদেশ মন্ত্ৰী আরও বলেছেন,রাষ্ট্ৰপুঞ্জের সনদের নীতি এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই কাশ্মীর সম্পর্কে অবস্থান নিয়েছেন পাকিস্তান এবং এটা অপরিবর্তিত থাকবে। রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং কাশ্মীরি মানুষের ইচ্ছার ভিত্তিতেই কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত-বলেন কুরেশি।

ওদিকে প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ বলেন,রাষ্ট্ৰপুঞ্জের নিরাপত্তা পরিষদ কাশ্মীর নিয়ে শুক্ৰবার রুদ্ধদ্বার বৈঠক করেছে। কিন্তু ওই বৈঠকেও পাকিস্তানের মনোভাব সার্থক হয়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: World Photography Day celebrated in Tinsukia Press club

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com