ট্ৰাফিক নীতি ভাঙলে মোটা অঙ্কের জরিমানা

ট্ৰাফিক নীতি ভাঙলে মোটা অঙ্কের জরিমানা

গুয়াহাটিঃ সাবধান! গাড়ি বা দুচাকার বাহন চালানোর সময় একটা ভুলের জন্য আপনার পকেট ফাঁকা করে দিতে পারে। এর কারণ,নতুন মোটর ভেহিকলস আইন(সংশোধন)২০১৯ এবছর ১ সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়েছে। গাড়ি ও দুচাকার যান চালানোর ক্ষেত্ৰে কেউ ট্ৰাফিক নীতি লঙ্ঘন করলে এখন থেকে অনেক গুণ বেশি জরিমানা গুনতে হবে এবং সেই সঙ্গে থাকছে কঠোর শাস্তির ব্যবস্থা। এখন একটাই মন্ত্ৰ,গাড়ি চালকদের বুঝে শুনে ও ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে। কারণ ভুল করলে মাশুল গুনতে হবে আগের চেয়ে অনেক বেশি। আগে গাড়ি চালকরা সিট বেল্ট না বাঁধলে ৩০০ টাকা জরিমানা ও ওয়ার্নিং দিয়ে যেতে দেওয়া হতো। কিন্তু এখন গাড়ি চালক সিটবেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানা গুনতে হবে। নতুন আইন অনু্যায়ী ট্ৰাফিক নিয়ম ভাঙলে জরিমানা তো ভরতেই হবে। সেই সঙ্গে পড়তে হবে শাস্তির মুখে।

দুচাকার যানে তিনজন চাপলে আগে যেখানে ১০০ টাকা গচ্চা দিতে হতো এখন তা বেড়ে হয়েছে ১০০০ টাকা। হেলমেট না পরলে ২০০ টাকা জরিমানা হতো। এখন জরিমানার অঙ্ক ১০০০ টাকা এবং তিনমাসের জন্য লাইসেন্স বাতিল করা হবে।

অ্যাম্বুলেন্সকে পথ না ছাড়লে জরিমানা ১০০০ টাকা। বিনা লাইসেন্সে গাড়ি চালালে আগে যেখানে ৫০০ টাকা জরিমানা হতো এখন ৫০০০ টাকা ভরতে হবে।

লাইসেন্স বাতিল হওয়ার পর কেউ গাড়ি চালাতে ধরা পড়লে জরিমানার পরিমাণ ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। ওভার স্পিড ড্ৰাইভিং করলে ৪০০ টাকা জরিমানা ছিল। কিন্তু এখন তা বেড়ে হয়েছে ২০০০ টাকা।

বিপজ্জনকভাবে গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা ছিল পূর্বে। এখন বেড়ে ৫০০০ টাকা হয়েছে।

মদ খেয়ে গাড়ি চালালে পূর্বের ২০০০ টাকার জায়গায় গুনতে হবে ১০০০০ টাকা। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে,যা আগে ছিল ১০০০ টাকা। গাড়ির পার্মিট ছাড়া গাড়ি চালালে জরিমানা ১০ হাজার টাকা পূর্বে এক্ষেত্ৰে জরিমানা ছিল ৫ হাজার।

ওভারলোডিং করলে পূর্বে জরিমানার পরিমাণ ছিল ২০০০ টাকা এবং প্ৰতি উপর্যুপরি টনে ১০০০ টাকা করে। এখন ওভারলোডিঙে ২০০০ টাকাই জরিমানা থাকছে। তবে প্ৰতি উপর্যুপরি টনে গুনতে হবে ২০০০ টাকা করে।

সিগন্যাল জাম্পিঙের ক্ষেত্ৰে জরিমানার অঙ্ক ৫০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা ছিল ১০০০ টাকা,এখন বেড়ে হয়েছে ৫০০০ টাকা। ছোট বা কিশোর কিশোরী গাড়ি চালালে জরিমানা ২৫ হাজার টাকা এবং তিন বছর পর্যন্ত জেল হতে পারে। এছাড়াও গাড়ির রেজিস্ট্ৰেশন বাতিল করা হবে। গাড়ির মালিক এবং কিশোর কিশোরীদের অভিভাবকরা দোষী সাব্যস্ত হবে। ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত কোনও মাইনরকে ড্ৰাইভিং লাইসেন্স দেওয়া হবে না।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Ganesh Chaturthi celebrated in Guwahati City | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com