মুম্বইঃ শিবসেনা প্ৰধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত এক বর্ণময় অনুষ্ঠানে মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ গ্ৰহণ করেছেন। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি সন্ধ্যা ৬-৪০ মিনিটে ঠাকরেকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান। ঠাকরের পরনে ছিল গেরুয়া রঙের কুর্তা ও পায়জামা। এটা সেনার রংও বটে। শপথগ্ৰহণ পর্বে প্ৰথমেই মঞ্চে উঠে আসেন ঠাকরে। এরপর একটু নুইয়ে মঞ্চে হাত রেখে মহারাষ্ট্ৰের মানুষের প্ৰতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেন তাঁকে এই সম্মানিত পদে আসীন করার জন্য। মনোহর যোশি এবং ৯০-এর দশকের শেষ পদে নারায়ণ রানের পর শিবসেনা থেকে ঠাকরেই হলেন মহারাষ্ট্ৰের তৃতীয় মুখ্যমন্ত্ৰী।
মহারাষ্ট্ৰে বহু টানবাহানার পর ঠাকরে পরিবারের প্ৰথম সদস্য হিসেবে মুখ্যমন্ত্ৰীর গদিতে বসলেন উদ্ধব। তিনি হলেন মহারাষ্ট্ৰের অষ্টাদশ মুখ্যমন্ত্ৰী। এদিন শিবসেনা,ন্যাশনালিস্ট কংগ্ৰেস পার্টি এবং কংগ্ৰেস এই তিন দলীয় জোটের মহা বিকাশ অঘাড়ি(এমভিএ)থেকে দুজন করে সদস্য মন্ত্ৰী হিসেবে শপথ নেন।
যাঁরা এদিন শপথ নিয়েছেন তাঁদের তালিকায় ছিলেন শিবসেনার একনাথ সিন্ধে এবং সুভাষ দেশাই,এনসিপির জয়ন্ত পাটিল এবং ছগন ভুজবল এবং কংগ্ৰেসের বালাসাহেব থোরাট ও নীতিন রাউত। শপথগ্ৰহণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ঠাকরের ভাইপো এবং মহারাষ্ট্ৰ নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরের ভাইপো এবং মহারাষ্ট্ৰ নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে,রিলায়েন্স গ্ৰুপ অফ ইন্ডাষ্ট্ৰির কর্ণধার মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্ৰী নীতা আম্বানি এবং তাঁদের পরিবার। এছাড়াও ৫০০ বেশি কৃষক ও বহু বিধবা মহিলা অনুষ্ঠানে অংশ নেন। অন্যান্য রাজ্যের তিন জন মুখ্যমন্ত্ৰী,মহারাষ্ট্ৰের ৬ জন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী শরদ পাওয়ার,সুশীল কুমার সিন্ধে,মনোহর যোশি,পৃথ্বিরাজ চ্যবন,অশীক চ্যবন ও দেবেন্দ্ৰ ফড়নবিশও উপস্থিত ছিলেন শপথগ্ৰহণ অনুষ্ঠানে।
জোটের দলগুলো থেকে অভিষেক মনু সিংভি,মল্লিকার্জুন খাড়গে,কপিল শিবাল,রাজীব শুক্লা,প্ৰফুল্ল প্যাটেল,কিশোর তিওয়ারি,সুপ্ৰিয়া সুলে পাওয়ার,সঞ্জয় রাউত,অরবিন্দ সাওন্ত,রোহিত পাওয়ার এবং অজিত পাওয়ার ও তাঁর ছেলে পার্থ পাওয়ার উপস্থিত থাকেন। ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ও তার স্ত্ৰী রশ্মি ঠাকরেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন শিবাজি পার্কে ১ লাখেরও বেশি মানুষ শপথ গ্ৰহণ অনুষ্ঠান দেখেন।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যে জবরদখলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারকে আর্জি
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: State Minister Pijush Hazarika inaugurate OPD Diphu Medical College Karbi Anglong