বিটিএডি-র ৪০-টি আসনে বিপিএফ-এর বিরুদ্ধে লড়বে ইউপিপিএল

বিটিএডি-র ৪০-টি আসনে বিপিএফ-এর বিরুদ্ধে লড়বে ইউপিপিএল
Published on

গুয়াহাটিঃ ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল(ইউপিপিএল)বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্ৰিক্টের(বিটিএডি)আসন্ন বিটিসি নির্বাচনে ৪০ টি কেন্দ্ৰেই শাসক দল হাগ্ৰামা মহিলারির নেতৃত্বাধীন বিপিএফ(বোড়োল্যান্ড পিপলস ফ্ৰন্ট)-এর বিরুদ্ধে প্ৰার্থী দাঁড় করাবে।

বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিলের(বিটিসি)নির্বাচন হচ্ছে চলতি বছরের এপ্ৰিলে। এনডিএফবি(ন্যাশনাল ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট অফ বোড়োল্যান্ড)-র চারটি গোষ্ঠী,আবসু(নিখিল বোড়ো ছাত্ৰ সংস্থা),কেন্দ্ৰ,রাজ্য সরকার এবং বিটিসি-র সিইএম(চিফ এগজিকিউটিভ সদস্য)হাগ্ৰামা মহিলারির মধ্যে বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ২০২০-র ২৭ জানুয়ারি। নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরকালে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহও উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের পরপরই বোড়োভূমিতে রাজনৈটিক ক্ষেত্ৰে একটা পরিবর্তনের আভাস ফুটে উঠে।

২১ এবং ২২ ফেব্ৰুয়ারি চিরাং জেলার বিজনিতে দলীয় সম্মেলনে ইউপিপিএল এব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেবে। এই সম্মেলনে দলে নতুন অন্তর্ভুক্তি সম্পর্কেই আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্ৰস্তাবিত সম্মেলনে নিখিল বোড়ো ছাত্ৰ সংস্থার(আবসু)প্ৰাক্তন সভাপতি প্ৰমোদ বোড়ো ইউপিপিএল-এ যোগ দেবেন। বর্তমানে আবসু এবং এনডিএফবি ইউপিপিএলকে পূর্ণ সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। ২০১৫ সালের শেষ বিটিসি নির্বাচনে ইউপিপিএল ১৫টি আসনে প্ৰার্থী দিয়েছিল। সেবার তারা সাতটি আসন পেয়েছিল এবং অন্যান্য আটটি কেন্দ্ৰে দ্বিতীয় স্থানে ছিল।

দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় এনডিএফবি(প্ৰগ্ৰেসিভ)-এর সভাপতি গোবিন্দ বসুমতারি বলেন,‘জাতি,ধর্ম,ভাষা,সম্প্ৰদায় সব জনগোষ্ঠী এবং দাবিদারদের আস্থায় নিয়ে বিটিএডি-র সার্বিক উন্নয়নই ইউপিপিএল-এর প্ৰধান উদ্দেশ্য। সম্প্ৰতি স্বাক্ষরিত বোড়ো চুক্তি অনু্যায়ী এই উন্নয়ন গোটা আসমের সার্বিক বিকাশেরই অংশ হবে’।

বোড়ো চুক্তি নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারির সমালোচনা করে এনডিএফবি(পি)নেতা বলেন,বোড়ো চুক্তিতে নতুন কিছু নেই বলে মহিলারি মন্তব্য করেছেন যদিও ওই দিন দিল্লিতে তিনিও এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তাহলে মহিলারি কেন ওই চুক্তিতে সই করলেন’।

এনডিএফবি-র এই গোষ্ঠীকে বিপিএফ-এ যোগ দেওয়ার জন্য হাগ্ৰামা যে প্ৰস্তাব রেখেছেন সে ব্যাপারে বসুমতারি বলেন,এতগুলো বছরেও হাগ্ৰামা এনডিএফবিকে কোনও গুরুত্ব দেননি। ‘বিটিসি নির্বাচনের দিন ঘনিয়ে আসায় হাগ্ৰামা এখন অস্বস্তি বোধ করছেন। আর সেজন্যই তিনি আমাদের তাঁর সঙ্গে হাত মেলাতে বলছেন। কিন্তু এটা সম্ভব নয়’।

এনডিএফবির চার গোষ্ঠী ইউপিপিএলকে সমর্থন করবে কিনা প্ৰশ্ন করা হলে বসুমতারি বলেন,সব এনডিএফবি গোষ্ঠীর মধ্যে ইতিমধ্যেই তিন দফায় বৈঠক হয়েছে। আরও আলোচনা হবে। আমরা বিটিএডি-র উন্নয়নে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি’। বসুমতারি আরও বলেন,আবসু ইউপিপিএল-এর সঙ্গেই থাকবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | Condition of Mising Community at Dikhaumukh in Sivasagar

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com